নেটফ্লিক্সে হঠাৎ আলোচনায় ৯ বছর আগের যে সিরিজ

সচরাচর চলতি বছরে মুক্তি পাওয়া সিনেমা-সিরিজগুলোই নেটফ্লিক্সে জনপ্রিয়তায় এগিয়ে থাকে। নতুন এসব কাজই বেশি দেখা হয়। সেখানে কয়েক দিন ধরে হঠাৎ জায়গা করে নিয়েছে ৯ বছর আগের একটি সিরিজ। সিরিজটি এখন জনপ্রিয়তার শীর্ষে থাকার তালিকায় ৫ নম্বরে রয়েছে।
১ / ৫
গত নভেম্বর মাসের ২ তারিখে মুক্তি পেয়েছে নেটফ্লিক্সের মিনি সিরিজ ‘অল দ্য লাইট ইউ ক্যাননট সি’। সিরিজটি এখন পর্যন্ত দেখার তালিকায় শীর্ষে রয়েছে। আইএমডিবি রেটিং ৭.৭। এতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের অন্ধ এক ফরাসি মেয়ে ও জার্মান এক সৈনিকের গল্প তুলে ধরা হয়েছে।
ছবি: আইএমডিবি
২ / ৫
‘টিল মার্ডার ডু আস পার্ট: সোয়েরিং বনাম হাইসোম’ সিরিজটি নভেম্বরের ১ তারিখে মুক্তি পায়। গল্পে সোয়েরিং নামের একজন বিরুদ্ধে অভিযোগ, সে তার বান্ধবীর মাকে হত্যা করেছে। সে গল্প নিয়ে মিনি সিরিজটি দর্শক পছন্দ করেছেন। জার্মান সিরিজটির আইএমডিবি রেটিং ৭.১।
ছবি: আইএমডিবি
৩ / ৫
‘রালফ বারবোসা’ তথ্যচিত্রে উঠে এসেছে ডালাসের কৌতুক অভিনেতা রাল্ফ বারবোসার জীবনের গল্প। সিরিজটি গত ৩১ অক্টোবর মুক্তি পায়। এটির আইএমডিবি রেটিং ৭.২।
ছবি: আইএমডিবি
৪ / ৫
গত ২৪ অক্টোবর মুক্তি পায় ‘গেট গোটি’। এফবিআইয়ের কিছু তদন্ত নিয়েই এই তথ্যচিত্র। যেখানে কিছু অপরাধের সন্ধান পাওয়া যায়। তথ্যচিত্রের আইএমডিবি রেটিং ৭।
ছবি: আইএমডিবি
৫ / ৫
২০১৪ সালের জুনে মুক্তি পায় যুক্তরাষ্ট্রের সিরিজ ‘বোচড’-এর প্রথম সিজন। দুজন খ্যাতিমান প্লাস্টিক সার্জনের গল্প নিয়েই সিরিজটি। এটি দর্শকদের মধ্যে আলোচিত হয়। সেই সিরিজ এবার নেটফ্লিক্সে শীর্ষ ৫ জায়গা করে নিয়েছে। এটির রেটিং ৬.৮। ছবি: আইএমডিবি