গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ভোটিং প্যানেলে চার বাংলাদেশি
গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৮২তম আসরের ভোটিং প্যানেলে নির্বাচিত হয়েছেন চার বাংলাদেশি। তাঁরা হলেন চলচ্চিত্র সমালোচক, চিত্রনাট্যকার সাদিয়া খালিদ রীতি, সাংবাদিক ও কনটেন্ট অফিসার আদর রহমান; সাংবাদিক জনি হক এবং সাংবাদিক মনজুরুল আলম।
গতকাল শনিবার বাংলাদেশসহ ৮৪ দেশের ৩৩৭ ভোটারের তালিকা প্রকাশ করেছে গোল্ডেন গ্লোব কর্তৃপক্ষ।
গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে প্রাথমিকভাবে মনোনীত চলচ্চিত্রগুলো দেখে ভোট দেবেন এই প্যানেলের ভোটাররা। তাঁদের ভোটেই চূড়ান্তভাবে মনোনয়ন ও বিজয়ী নির্বাচিত হবে।
সাদিয়া খালিদ রীতি তৃতীয়বারের মতো ভোটিং প্যানেলে রয়েছেন, তিনি এক যুগ ধরে সাংবাদিকতা করছেন। বর্তমানে ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনের কালচারাল এডিটরের দায়িত্বে রয়েছেন। তিনি কান চলচ্চিত্র উৎসবে ফিপ্রেসি জুরির দায়িত্বও পালন করেছেন।
আদর রহমান দ্বিতীয়বার এই ভোটিং প্যানেলে নির্বাচিত হয়েছেন। তিনি দীর্ঘদিন প্রথম আলোয় কাজ করেছেন। তিনি কান চলচ্চিত্র উৎসব কাভার করেছেন। তিনি এখন চরকির কনটেন্ট অফিসারের দায়িত্বে রয়েছেন।
এবার প্রথমবারের মতো ভোটিং প্যানেলে রয়েছেন সাংবাদিক জনি হক ও মনজুরুল আলম। দুই যুগ ধরে সাংবাদিকতা করছেন জনি হক। ২০১৫ সাল থেকে নিয়মিত কান চলচ্চিত্র উৎসব কাভার করেছেন জনি হক। সাংবাদিকতার পাশাপাশি গীতিকার হিসেবেও তিনি পরিচিত।
মনজুরুল আলম আট বছর ধরে বিনোদন সাংবাদিক হিসেবে কাজ করছেন। তিনি বর্তমানে দৈনিক প্রথম আলোর কালচার অ্যান্ড এন্টারটেইনমেন্ট বিভাগে নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত।
২০২৫ সালের ৫ জানুয়ারি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৮২তম আসর বসবে।