হলিউডের দুই অভিনেতার ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

ইউক্রেনের ওপর রাশিয়ার হামলা নিয়ে তথ্যচিত্র তৈরি করেছেন অস্কারবিজয়ী অভিনেতা শন পেন
ছবি : রয়টার্স

হলিউডের অস্কারজয়ী অভিনেতা শন পেন ও অভিনেতা বেন স্টিলারকে আজীবন নিষিদ্ধ করেছে রাশিয়া। তাঁরা কখনোই রাশিয়াতে প্রবেশ করতে পারবেন না। দুই অভিনেতা ছাড়া আরও ২৩ মার্কিন নাগরিককে নিষিদ্ধ করেছে রাশিয়া। সোমবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার নাগরিকদের বিরুদ্ধে বাইডেন প্রশাসনের ব্যক্তিগত নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তালিকায় যে আমেরিকান নাগরিকদের নাম রয়েছে, সেগুলো রাশিয়ার ‘স্টপ লিস্টে’ থাকবে বলে জানানো হয় এই বিবৃতিতে।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনারের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করেন স্টিলার
ছবি : সংগৃহীত

রাশিয়া-ইউক্রেনের চলমান যুদ্ধের মধ্যে ইউক্রেনের পক্ষে অবস্থান নেন স্টিলার ও পেন। জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনারের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করেন স্টিলার। জুন মাসে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করেন। রাশিয়ার আগ্রাসনের কারণে বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হওয়া ইউক্রেনীয়দের সঙ্গেও দেখা করেছিলেন।

শন পেন
ছবি : সংগৃহীত

তখন স্টিলার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে বলেছিলেন, ‘এই যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে এমন মানুষের সঙ্গে সাক্ষাৎ করেছি। শুনেছি যুদ্ধ কীভাবে তাঁদের জীবন পরিবর্তন করে দিয়েছে। সারা বিশ্বের মানুষকে ধ্বংস করছে যুদ্ধ ও সহিংসতা। কেউ তাঁদের বাড়ি ছেড়ে পালাতে চান না। নিরাপত্তা চাওয়া সবার অধিকার।’

শন পেন
ছবি : রয়টার্স

অন্যদিকে ইউক্রেনের ওপর রাশিয়ার হামলা নিয়ে তথ্যচিত্র তৈরি করেছেন অস্কারবিজয়ী অভিনেতা শন পেন। দেখা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ডেপুটি প্রধানমন্ত্রী ইরিনা ভেরেচুকের সঙ্গে। রুশ হামলার তথ্য সংগ্রহের জন্য সে দেশের সংবাদমাধ্যম ও সেনা কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেছেন তিনি। এ ছাড়া এপ্রিল মাসে এই তারকা বলেছিলেন, তিনি রাশিয়ার বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেওয়ার কথা বিবেচনা করছেন।

আরও পড়ুন