বোজম্যানকে ছাড়াই পর্দায় ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরেভার’
হলিউডের সুপারহিরো সিনেমাগুলোয় কৃষ্ণাঙ্গদের দেখা যায় না। কিন্তু ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘ব্ল্যাক প্যান্থার’ ছবিতে অভিনয়ের সুযোগ পান কৃষ্ণাঙ্গরা। আর এটিই কৃষ্ণাঙ্গদের নিয়ে নির্মিত প্রথম সুপারহিরো ছবি। ছবিটি যেমন দর্শকপ্রিয়তা পেয়েছে, তেমন বৈচিত্র্যের জন্য বিশ্বব্যাপী প্রশংসাও পেয়েছে। এরপরই নির্মাতা প্রতিষ্ঠানও পরিকল্পনা করেন এর সিকুয়েল।
অনেক বাধাবিপত্তি পেরিয়ে আজ মুক্তি পেয়েছে ছবিটির সিকুয়েল ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরেভার’। ছবিটি নির্মাণের শুরুতে বাদ সাধে করোনা মহামারি। এরপর ছবির নির্মাণকাজ শুরুর পর মারা যান প্রধান চরিত্রে অভিনয় করা চ্যাডউইক বোজম্যান। তাঁর মৃত্যুতে ছবির কাজ আটকে যায়। অনিশ্চয়তার মুখে পড়ে যায় ছবিটি। হাল না ছেড়ে নির্মাতা পরে এ ছবির নির্মাণকাজ শেষ করেছেন। অবশেষে আলোচিত এই ছবি আজ বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে। অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পেল ছবিটি।
২০১৮ সালে যুক্তরাষ্ট্র ও কানাডায় সবচেয়ে বেশি আয় করা ছবি ‘ব্ল্যাক প্যান্থার’। এ ছাড়া বিশ্বব্যাপীও দ্বিতীয় সর্বোচ্চ আয় করা ছবি ছিল এটি।
সবার আগ্রহ ‘ব্ল্যাক প্যান্থার’–এর সিকুয়েলে প্রধান চরিত্রে কে অভিনয় করছেন, তা নিয়ে। প্রযোজক কেভিন ফিজ আগেই জানিয়েছিলেন, বোজম্যানের স্থানে আপাতত নতুন কাউকে নিচ্ছেন না।
ছবিতে ‘ব্ল্যাক প্যান্থার’–এর দায়িত্ব পালন করবেন তাঁর বোন। আর এই চরিত্রে অভিনয় করছেন লেটিয়া রাইট। এ ছবিতে গান গেয়েছেন রিয়ানা। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর একক গানে ফিরলেন এই পপ তারকা।