রাত পোহালেই অস্কার, কার হাতে উঠবে পুরস্কার

কে জিতবে অস্কারকোলাজ

সেরা সিনেমা
কাগজে–কলমে ১০টি সিনেমা মনোনয়ন পেয়েছে বটে, তবে সমালোচকদের অনুমান ‘আনোরা’, ‘কনক্লেভ’, ‘দ্য ব্রুটালিস্ট’, ‘এমিলিয়া পেরেজ’—এই চার সিনেমার মধ্যে থেকে একটি জিতবে সেরার পুরস্কার।

‘কনক্লেভ’–এর দৃশ্য। আইএমডিবি

তবে শেষ মুহূর্তে সমালোচকদের ফেবারিট আনোরা। গত বছর স্বর্ণ পাম জেতার পর চলতি বছর ক্রিটিক চয়েজ, স্যাগ ও প্রডিউসার গিল্ডে সেরা ছবি হয়েছে এটি। চলচ্চিত্রবিষয়ক মার্কিন গণমাধ্যম দ্য হলিউড রিপোর্টার তাদের পূর্বাভাসে বলেছে, ‘আনোরা’ পুরস্কার জিতবে কিন্তু আসলে জেতা উচিত ‘দ্য ব্রুটালিস্ট’-এর। স্বাধীন ঘরানার এই সিনেমায় অল্প বাজেটে নির্মাতা যেভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব তুলে ধরেছেন, সেটা দুর্দান্ত।

সেরা পরিচালক
এই বিভাগে ফেবারিটের তালিকা ছোট। হয় শন বেকার (‘আনোরা’), নয়তো ব্র্যাডি করবেট (‘দ্য ব্রুটালিস্ট’)।

‘আনোরা’ নির্মাতা শন বেকার। এএফপি

এ ক্ষেত্রেও অনেক সমালোচকের মত, পুরস্কার জেতা উচিত ব্রাডির কিন্তু শেষ হাসি হাসবেন বেকার।

সেরা অভিনেত্রী
পুরোনো টুইট ঘিরে বিতর্কের কারণে সেরা অভিনেত্রীর দৌড় থেকে পিছিয়ে পড়েছেন স্প্যানিশ অভিনেত্রী কারলা সোফিয়া গ্যাসকোন (‘এমিলিয়া পেরেজ’)।

‘আনোরা’র দৃশ্য। আইএমডিবি

তাই ধারণা করা হচ্ছে, ডেমি মুর (‘দ্য সাবস্ট্যান্স’) বা মাইকি ম্যাডিসনের (‘আনোরা’) হাতেই উঠবে এ পুরস্কার। কেউ কেউ আবার উইকেড অভিনেত্রী সিনথিয়া আরিভোকেও এগিয়ে রাখছেন। তবে অনেক সমালোচকের মত, এই পুরস্কারের সবচেয়ে যোগ্য দাবিদার ফিরনান্দা তোরেস (‘আই অ্যাম স্টিল হেয়ার’)। তবে তোরেস যে পুরস্কার পাবেন না, সেটাও ধারণা সমালোচকদের।

সেরা অভিনেতা
‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমার জন্য গোল্ডেন গ্লোবে সেরা অভিনেতা হয়েছেন অ্যাড্রিয়েন ব্রডি। অনেকের ধারণা, অস্কারেও সেটার পুনরাবৃত্তি হবে।

‘দ্য ব্রুটালিস্ট’–এর দৃশ্য। আইএমডিবি

কেউ কেউ আবার ‘আ কমপ্লিট আননোন’ সিনেমায় বব ডিলানের চরিত্রে অভিনয় করা টিমোথি শ্যালামের নামও বলছেন। তবে সমালোচকদের ধারণা, শেষ পর্যন্ত ব্রডিই পুরস্কার জিতবেন। ‘দ্য পিয়ানিস্ট’-এর পর দ্বিতীয়বার অস্কার উঠতে পারে তাঁর হাতে।

পার্শ্বচরিত্রে কে হবে সেরা
প্রায় দুই যুগের ক্যারিয়ার। তবে পরিচিতি আর স্বীকৃতি পেতে অনেকটা সময় লেগে গেল। নির্মাতারা যেমন তাঁকে খুঁজে পাননি, তেমনি ব্যক্তিগত নানা ঝঞ্ঝাটে অভিনয় থেকেই স্বেচ্ছাবিরতি নিয়েছিলেন কিরান কালকিন। ‘সাকসেশন’-এর পর ‘আ রিয়েল পেইন’ দিয়ে কক্ষপথে ফিরলেন কিরান কালকিন।

‘আ রিয়েল পেইন’–এর দৃশ্য। আইএমডিবি

পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা হিসেবে তিনি যে অস্কার জিতবেন, তা প্রায় সব সমালোচকেরই অনুমান। একই অবস্থা পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রীর ক্ষেত্রেই। জ্যাক অঁদিয়ারের ‘এমিলিয়া পেরেজ’ সিনেমায় আইনজীবীর চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন জোয়ি সালডানা। মনে করা হচ্ছে, তিনিই এ বিভাগে অস্কার জিতবেন। কিরান ও জোয়ি—দুজনই এ সিনেমার জন্য গোল্ডেন গ্লোব জিতেছেন।

সেরা আন্তর্জাতিক সিনেমা
‘আই অ্যাম স্টিল হেয়ার’ বা ‘এমিলিয়া পেরেজ’—এই দুই সিনেমার যেকোনোটি জিতবে পুরস্কার। সমালোচকদের মতে, এই বিভাগে মনোনীত সিনেমাগুলোর মধ্যে পুরস্কারের যোগ্য দাবিদার ব্রাজিলের আই ‘অ্যাম স্টিল হেয়ার’।

‘এমিলিয়া পেরেজ’–এর দৃশ্য। ছবি: আইএমডিবি

শেষ পর্যন্ত এটিই হয়তো পুরস্কার জিতবে। তবে গোল্ডেন গ্লোব পর্যন্ত ‘এমিলিয়া পেরেজ-এর ব্যাপক দাপট ছিল। গত শুক্রবার রাতে ফ্রান্সের সিজা পুরস্কারও জিতেছে সিনেমাটি। তাই অস্কার–দৌড় থেকে অঁদিয়ারের সিনেমাটিকে একেবারে ফেলে দিচ্ছেন না কেউ।

আরও পড়ুন

সেরা অ্যানিমেশন সিনেমা
এই বিভাগে বেশির ভাগের মত, ‘ফ্লো’র হাতে উঠুক পুরস্কার। কিন্তু এ সিনেমাটির বড় প্রতিদ্বন্দ্বী ‘দ্য ওয়াইল্ড রোবট’। শেষ পর্যন্ত কোন সিনেমা পুরস্কার পায়, সেটাই এখন দেখার।
তথ্যসূত্র: এএফপি, বিবিসি, দ্য হলিউড রিপোর্টার