যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। এই দাবানলের কবলে পড়া লাখো মানুষের মধ্যে অভিনয়শিল্পী, সংগীতশিল্পীসহ বেশ কিছু তারকা আছেন। বিনোদনজগতের রাজধানী হিসেবে পরিচিত লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন জায়গায় নিয়ন্ত্রণহীনভাবে দাবানল ছড়িয়েছে। দাবানলে অনেক তারকার বাড়ি পুড়েছে, স্থগিত হয়েছে পুরস্কার অনুষ্ঠান। এ ছাড়া চলতি সপ্তাহের প্রায় সব সিনেমার প্রিমিয়ারও বাতিল করা হয়েছে। অনেক তারকা দাবানলে আহত–নিহতদের পরিবারকে সাহায্যের আরজি জানিয়েছেন। এবার নিজেই অনুদানের ঘোষণা দিলেন অস্কারজয়ী অভিনেত্রী জেমি লি কার্টিস। খবর ভ্যারাইটির।
গত বুধবার রাতে অস্কার, এমি ও গোল্ডেন গ্লোবজয়ী অভিনেত্রী জেমি লি কার্টিস সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, তাঁর পরিবার নিরাপদ, কিন্তু তাঁদের বাড়ি রক্ষা পায়নি। তিনি উদ্ধারকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
এবার তিনি দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য তৈরি তহবিলে ১০ লাখ ডলার বা প্রায় ১২ কোটি টাকা অনুদানের ঘোষণা দিলেন। ইনস্টাগ্রামে এক পোস্টে এ ঘোষণা দেন ৬৬ বছর বয়সী অভিনেত্রী।
জেমি লি কার্টিস ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আগুন এখনো জ্বলছে, উদ্ধারকারী দল, ফায়ার ফাইটারসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো এখনো কঠোর পরিশ্রম করছে। প্রতিবেশীরা ও বন্ধুরা একে অপরকে বাঁচানোর জন্য একসঙ্গে লড়াই করছে। এমন পরিস্থিতিতে আমি, আমার স্বামী ও সন্তানেরা মিলে আমাদের পরিবারের ফাউন্ডেশন থেকে ১ মিলিয়ন ডলার অনুদানের প্রতিশ্রুতি দিচ্ছি।’
অভিনেত্রী আরও লিখেছেন, তিনি এরই মধ্যে ক্যালিফোর্নিয়ার গভর্নর, সিনেটরসহ সংশ্লিষ্টদের সঙ্গে যোগযোগ করেছেন যেন অনুদানের অর্থ ভালোভাবে কাজে লাগানো যায়।
এর আগে জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘দ্য টুনাইট শো উইথ জিমি ফ্যালকন’-এ হাজির হয়ে পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরেন জেমি লি কার্টস। তিনি বলেন, অবস্থা খুবই শোচনীয়। তিনি আরও বলেন, ‘আমরা এখনো কার্যত আগুনের মধ্যে বাস করছি। পুরো প্যাসিফিক প্যালিসেডস পুড়ে গেছে।’