অস্কারে রেকর্ড গড়লেন মালয়েশিয়ান অভিনেত্রী

‘এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ানস’ সিনেমার দৃশ্য মিশেল ইয়োটুইটার

অস্কারের ৯৫ বছরের ইতিহাসে কোনো এশিয়ান নারী সেরা অভিনেত্রীর পুরস্কার পাননি। এবার সে পথ খুলল আর পথপ্রদর্শক হিসেবে লেখা থাকবে ৬০ বছর বয়সী মালয়েশিয়ান অভিনেত্রী মিশেল ইয়োর নাম।

চার দশকের ক্যারিয়ারে এবারই প্রথম অস্কারে মনোনয়ন পেয়েছিলেন তিনি। প্রথমবারই বাজিমাত করলেন মিশেল ইয়ো। ‘এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ানস’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি।

অস্কারের মঞ্চে মিশেল ইয়ো
ছবি: রয়টার্স

বাংলাদেশ সময় আজ সোমবার সকালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অস্কারের ৯৫তম আসরে পুরস্কার ঘোষণা করা হয়।
পুরস্কার গ্রহণের পর ইয়ো বলেন, ‘আমার মতো দেখতে কিশোর-কিশোরীদের জন্য এটি (পুরস্কার) আশা ও সম্ভাবনার পথনির্দেশিকা হয়ে থাকবে। এটা প্রমাণ করে, স্বপ্ন সত্যি হয়। নারীদের বলব, কখনোই কাউকে বলতে দেবেন না, আপনার জীবনের সেরা সময়টাকে ফেলে এসেছেন। কখনোই হাল ছাড়বেন না।’

‘এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ানস’ সিনেমার দৃশ্য মিশেল ইয়ো
টুইটার

সেরা অভিনেত্রীর লড়াইয়ে কেট ব্লানচেট, আনা ডে আরমাস ও মিশেল উইলিয়ামসকে পেছনে ফেলেছেন মিশেল ইয়ো। সেরা অভিনেত্রী ছাড়াও সেরা সিনেমাসহ মোট সাত শাখায় পুরস্কার পেয়েছে ‘এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ানস’ ছবিটি।
আশির দশকের শুরুতে মিস মালয়েশিয়া নির্বাচিত হয়ে মিস ওয়ার্ল্ডে অংশ নেন মিশেল ইয়ো। নব্বইয়ের দশকে হংকংয়ের বেশ কয়েকটি সিনেমায় দেখা গেছে মিশেল ইয়োকে। ১৯৯৭ সালে জেমস বন্ড সিরিজের সিনেমা ‘টুমোরো নেভার ডাইস’-এ কাজ করে দর্শকের মাঝে পরিচিতি পান। তিনি বাফটায় সেরা অভিনেত্রীর মনোনয়নও পেয়েছিলেন।

আরও পড়ুন
আরও পড়ুন