সুপারহিরোকে হটিয়ে শীর্ষে টম ক্রুজ
ব্যবসার নিরিখে গত কয়েক বছরের সিনেমার হিসাব–নিকাশ করতে গেলে অবধারিতভাবেই প্রথম দিকে আসে সুপারহিরো সিনেমাগুলোর নাম। তবে এবার ব্যতিক্রম। গত মে মাসে মুক্তির পর বিশ্বজুড়ে দাপট দেখিয়েছে টম ক্রুজ অভিনীত ‘টপ গান: ম্যাভেরিক’। তিন দশকের বেশি সময় পর তৈরি হওয়া সিকুয়েলটির ব্যবসা প্রত্যাশিতই ছিল; কিন্তু সেটি যে সব পূর্বানুমান মিথ্যা করে দিয়ে এক বিলিয়নের বেশি ব্যবসা করবে, সেটা কে ভেবেছিল। সমালোচকেরা তেমন পাত্তা না দিলেও ‘জুরাসিক ওয়ার্ল্ড ও ডক্টর স্ট্রেঞ্জ’-এর নতুন কিস্তিও দুর্দান্ত ব্যবসা করেছে। আয়ের নিরিখে চলতি বছর প্রথম তিনে এই ছবিগুলোই আছে।
২০২২ সালে সমালোচকদের পছন্দের সিনেমার মধ্যে আছে ব্রিটিশ ড্রামা ছবি ‘আফটারসান;, মার্টিন ম্যাকডোনার ‘দ্য বানশিজ অব ইনিশেরিন’, স্টিভেন স্পিলবার্গের ‘দ্য ফ্যাবেলম্যানস’, ক্রিটিকস চয়েসে ১৪ মনোনয়ন পাওয়া ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাটওয়ানস’, ‘টার’, ‘অ্যানিমেশন ছবি টার্নিং রেড’, ‘গুয়ের্মো দেল তোরোজ পিনোচিও’ ইত্যাদি।
আলোচিত ছবির মধ্যে আরেকটি হলো ২৩ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ‘নাইভস আউট’-এর সিকুয়েল ‘গ্লাস অনিয়ন: আ নাইভস আউট মিস্ট্রি’।
অস্কারে চড়–কাণ্ড
অস্কার হবে আর কোনো ঘটনা ঘটবে না, তা কি হয়! তবে এবার যা ঘটেছিল, তা ছাড়িয়ে গেছে আগের সব রেকর্ড। ৯৪তম অস্কারে মার্কিন কমেডিয়ান ক্রিস রককে চড় কষেন উইল স্মিথ। মঞ্চে দাঁড়িয়ে উইল স্মিথের স্ত্রীকে নিয়ে ঠাট্টা করেন ক্রিস। রসিকতায় শুরুতে হাসতে দেখা যায় দর্শক সারিতে বসা উইল স্মিথকে, কিন্তু বিরক্ত হন তাঁর স্ত্রী জাডা। তখন আসন ছেড়ে উঠে মঞ্চে গিয়ে ক্রিসের গালে কষে এক থাপ্পড় মারেন উইল স্মিথ। স্বভাবতই ঘটনাটি নিয়ে তুলকালাম বেঁধে যায়। ঘটনার পর উইল স্মিথ ক্ষমা চেয়েছেন ক্রিস রকের কাছে। ১০ বছরের জন্য স্মিথকে নিষিদ্ধ করেছে অস্কার কর্তৃপক্ষ। তবে এরপর অনেক দিন কেটে গেলেও তাদের সম্পর্কের বরফ গলেনি।
জনি-অ্যাম্বার লড়াই
চলতি বছরের মে মাসে যখন জনি ডেপ ও অ্যাম্বার হার্ডের লড়াই চলছিল, দুনিয়ার অন্য প্রান্তে তখন চলছিল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। কিন্তু যুদ্ধের খবর ভুলে যুক্তরাষ্ট্রের মানুষে মনোযোগী হন দুই তারকার আইনি লড়াই দেখতে। সেটা এতটাই যে কয়েক সপ্তাহে মামলাটির টিভি সম্প্রচার দেখেন বিলিয়নের বেশি দর্শক। ২০১৭ সালে বিচ্ছেদ হয় এই দুই তারকার।
পরের বছরই জনির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেন হার্ড। এরপরই সাবেক স্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেন জনি। গত জুন মাসে দেওয়া রায়ে জনির বিরুদ্ধে আনা হার্ডের পারিবারিক নির্যাতনের অভিযোগকে সাজানো বলে উল্লেখ করেন বিচারক। একই সঙ্গে জনিকে ১ কোটি ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। মামলাটির কারণে বছরজুড়েই আলোচিত ছিলেন এই সাবেক দম্পতি।
অনেক অপেক্ষার ‘অ্যাভাটার’
২০০৯ সালে প্রথম কিস্তি মুক্তির ১৩ বছর পর ১৬ ডিসেম্বর মুক্তি পায় ‘অ্যাভাটার’-এর সিকুয়েল ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’। অনুমিতভাবেই বক্স অফিসে ঝড় তুলেছে ছবিটি।
আলোচিত বিশ্ব চলচ্চিত্র
বড় বাজেটের হলিউড সিনেমার সঙ্গে চলতি বছর আলোচনায় এসেছে অ-ইংরেজিভাষী বেশ কয়েকটি সিনেমা। এর মধ্যে আছে পার্ক চান-উকের ‘ডিসিশন টু লিভ’, চলতি বছর স্বর্ণপাম জেতা রুবেন ওস্টল্যান্ডের ‘ট্রায়াঙ্গল অব স্যাডনেস’, আলি আব্বাসির ‘হলি স্পাইডার’, জাফর পানাহির নো বিয়ারস। তবে চলতি বছর বিশ্ব চলচ্চিত্রের উল্লেখযোগ্য দিক ছিল পাকিস্তানি চলচ্চিত্রের উত্থান। দেশটির জয়ল্যান্ড প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়; আরেকটি ছবি দ্য লেজেন্ড অব মওলা জাট রেকর্ড ব্যবসা করে।