ধীরে ধীরে নিজেকে তৈরি করেছেন এমিলি
শুরুর দিকে এমন সিনেমা করেছেন, যা নিজেই ভুলে যেতে চাইবেন এমিলি ব্ল্যান্ট। তবে সেগুলো ছিল বড় কিছুর প্রস্তুতি। ধীরে ধীরে নানা ধরনের সিনেমায় অভিনয় করে নিজেকে ঝালিয়ে নিয়েছিলেন তিনি। এখন হয়ে উঠেছেন এ সময়ের হলিউড অভিনেত্রীদের মধ্যে সমীহ–জাগানিয়া এক নাম। এমিলি এখন আলোচনায় ৩ মে বিশ্বব্যাপী মুক্তি পাওয়া ডেভিড লিচের দ্য ফল গাই দিয়ে।
এমিলির ক্যারিয়ারে আলো ফেললে মোটাদাগে তিন ভাগে ভাগ করা যায়। শুরু সময়টায়, মানে ২০০১ থেকে ২০০৪ পর্যন্ত সেভাবে উল্লেখযোগ্য চরিত্রে সুযোগ হয়নি। ২০০১ সালের নভেম্বরে মাত্র ১৮ বছর বয়সে পিটার হলের নাটকে অভিনয় করেন। পেশাদারি দুনিয়ায় সেই ছিল শুরু। ২০০৪ সালে বড় পর্দায় অভিষেক হয় মাই সামার অব লাভ দিয়ে। ছবিটিতে তাঁর অভিনয় প্রশংসিতও হয়। তবে অভিনেত্রী হিসেবে পরিচিতি ২০০৫ থেকে ২০১০ সালের মধ্যে, ক্যারিয়ারের দ্বিতীয় ধাপে।
এ সময়ে এমিলি দ্য ডেভিল ওয়্যারস প্রাডার মতো আলোচিত সিনেমা করেন, বিবিসির টিভি সিনেমা গিডিয়ন্স ডটার-এর জন্য গোল্ডেন গ্লোব পান। পরে দেখা যায় লুপার, আর্থার নিউম্যান ইত্যাদি সিনেমায়। বিশ্বব্যাপী তাঁর পরিচিতি আরও ছড়িয়ে পড়ে ২০১৪ সালে মুক্তি পাওয়া এজ অব টুমোরো দিয়ে। অ্যাকশন সিনেমাটিতে স্টান্ট করে রীতিমতো চমকে দেন। ভ্যারাইটিকে দেওয়া সাক্ষাৎকারে এ চরিত্র নিয়ে তিনি বলেছিলেন, ‘তিন মাস ধরে প্রস্তুতি নিয়েছি। যোগব্যায়াম, জিমন্যাস্টিক থেকে শুরু করে সবই করতে হয়েছে।’
২০১৫ সালের পর থেকে অন্য এমিলির দেখা পান দর্শক-সমালোচকেরা। তাঁকে দেখা যায় সিকারিও, দ্য গার্ল অব দ্য ট্রেন, আ কোয়াইট প্লেস, ম্যারি পপকিনস রিটার্নস ইত্যাদি সিনেমায়। মাঝে টিভি সিরিজ দ্য ইংলিশ-এ অভিনয় করেও প্রশংসা কুড়ান। গত বছর এমিলি আবার আলোচনায় আসেন ক্রিস্টোফার নোলানের ওপেনহেইমার-এ অভিনয় করে। ছবিটির জন্য অস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর মনোনয়নও পেয়েছিলেন তিনি।
দ্য ফল গাই ছবিতে এমিলির সহ–অভিনেতা রায়ান গসলিং। বিশ্বব্যাপী ৩ মে মুক্তি পেলেও বাংলাদেশের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেয়েছে দুই দিন আগে, ১ মে। অনেক প্রত্যাশা থাকলেও সিনেমাটি বক্স অফিসে সেভাবে ব্যবসা করতে পারছে না। সিনেমাটি মুক্তির আগে ভ্যারাইটিকে এমিলি বলেন, ডেভিড লিচের পরিচালনায় রায়ান গসলিংয়ের সঙ্গে কাজ করা ছিল তাঁর জন্য দারুণ অভিজ্ঞতা।
গত কয়েক বছরে নানা সময়েই অভিনয় থেকে বিরতির কথা জানিয়েছেন অভিনেত্রী, যা শুনে তাঁর ভক্ত-অনুসারীদের আশঙ্কা, অভিনয়টা না ছেড়েই দেন তিনি। এ প্রসঙ্গে এমিলি বলেন, ‘বিরতির কথা বলেছি কথা প্রসঙ্গে। অভিনয় ছেড়ে দেব—ব্যাপাটা এমন নয়। কাজটা আমি ভালোবাসি। কয়েক বছর ধরে এত ব্যস্ত সময় পার করেছি যে বিরতিটা আমার পাওনা।’