অস্কারের আলোচিত ৭

কে হুই কোয়ান অস্কার জেতার পর দেখা হয়ে যায় হ্যারিসন ফোর্ডের সঙ্গে। এই পুনর্মিলনীতে আবেগপ্রবণ হয়ে পড়েন দুজনই
রয়টার্স
অস্কারের মতো আসর যেখানে হলিউডের তাবৎ বড় অভিনয়শিল্পী, প্রযোজক, পরিচালক, সংগীতশিল্পীরা হাজির, সেখানে ঘটন–অঘটন হবে না, তা কি হয়! উল্লেখযোগ্য ৭ ঘটনা নিয়ে এই আয়োজন।

আবার হলো যে দেখা
এ যেন অদ্ভুত এক পুনর্মিলনী। অস্কারে কে হুই কোয়ানের পার্শ্বচরিত্রে সেরা অভিনেতার পুরস্কার জেতার পর নেটদুনিয়ায় ৩৮ বছর পুরোনো একটি ছবি নিয়ে চর্চা চলছে। ছবিটি ‘ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য টেম্পল অব ডুম’-এর। স্টিভেন স্পিলবার্গ পরিচালিত সিনেমাটিতে একসঙ্গে অভিনয় করেন হ্যারিসন ফোর্ড ও সেই সময়ের শিশুশিল্পী কে হুই কোয়ান। অস্কার জেতার পর হ্যারিসন ফোর্ডের সঙ্গে আবার দেখা হয়ে যায়। এই পুনর্মিলনীতে আবেগপ্রবণ হয়ে পড়েন দুজনই।

‘নাটু নাটু’ গানে নাচছেন শিল্পীরা
রয়টার্স

ভারতের জোড়া
সেরা তথ্যচিত্র হিসেবে শৌনক সেনের ‘অল দ্যাট ব্রিদস’ ও ‘আরআরআর’ সিনেমার গান ‘নাটু নাটু’ পুরস্কার জিতবে, অনেকটা অনুমিতই ছিল। কিন্তু ‘নাটু নাটু’ জিতলেও পারেননি শৌনিক। তবে ভারত ঠিকই জোড়া পুরস্কার জিতেছে। কারণ, সেরা স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র শাখায় পুরস্কার জিতেছে দেশটির ‘দ্য এলিফ্যান্ট হুইসপারস’। স্বভাবতই দুই পুরস্কার নিয়ে চলছে ভারতজোড়া উন্মাদনা, অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

দীপিকা পাড়ুকোন
এএফপি

দীপিকার প্রথম
অস্কারের এবারের ঘোষকদের একজন ছিলেন দীপিকা পাড়ুকোন, ‘নাটু নাটু’ গানটির সঙ্গে পরিচয় করিয়ে দেন তিনি। বলেন, ‘এটা সবাইকে আটকে রাখার মতো একটি গান, যার সঙ্গে দুর্দান্ত নাচ মানিয়ে যায়; ফলে গানটির বৈশ্বিক জনপ্রিয়তা পেতে সময় লাগেনি।’ এরপর গানটির তালে পারফর্ম করেন শিল্পী রাহুল সিপলিগুঞ্জ ও কলা ভৈরব।

লেডি গাগা
রয়টার্স

কালো পোশাকে দুই গায়িকা
দিন কয়েক আগে অস্কার কর্তৃপক্ষই জানিয়েছিল যে পূর্বনির্ধারিত শুটিংসূচি থাকায় অস্কারে থাকবেন না লেডি গাগা। তবে সবাইকে চমকে দিয়ে ঠিকই হাজির হন তিনি, তাঁর অস্কার মনোনীত গান ‘হোল্ড মাই হ্যান্ড’-এর তালে পারফর্মও করেন। বিভিন্ন অনুষ্ঠানে উদ্ভট সাজে হাজির হওয়ার দুর্নাম আছে গাগার, তবে অস্কারে তিনি হাজির হন সাধারণ কালো পোশাকে, মেকআপহীন অবস্থায়।

রিয়ানা
রয়টার্স

কালো পোশাকে এসেছিলেন আরেক গায়িকা রিয়ানাও; গত সুপারবৌলে অন্তঃসত্ত্বা অবস্থায় পারফর্ম করে তাক লাগিয়ে দিয়েছিলেন। অস্কারেও তিনি পারফর্ম করেন ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’-এর গান ‘লিফট মি আপ’।

অস্কার সঞ্চালনা করেন জিমি কিমেল
রয়টার্স

না থেকেও ছিলেন স্মিথ
গত বছর অস্কারে চড়–কাণ্ডের পর দশ বছরের জন্য নিষিদ্ধ হন উইল স্মিথ। তবে না থেকেও যেন ছিলেন অভিনেতা। সঞ্চালক জিমি কিমিলের রসিকতা মনে করিয়ে দেয় বহুলচর্চিত সেই ঘটনা, ‘থিয়েটারে হাজির কেউ যদি শো চলার সময় সহিংস কার্যকলাপ করেন...আপনাকে সেরা অভিনেতার পুরস্কার দেওয়া হবে, সঙ্গে ১৯ মিনিট দীর্ঘ বক্তৃতা করার সুযোগও মিলবে।’

রুথ ই কার্টার
রয়টার্স

রুথের ইতিহাস
‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’-এর জন্য কস্টিউম ডিজাইন বিভাগে অস্কার জিতেছেন রুথ ই কার্টার, এর মধ্যে তিনি ঢুকে গেছেন ইতিহাসের পাতায়। তিনিই প্রথম কৃষ্ণাঙ্গ নারী, যিনি দুইটি অস্কার জিতলেন। আগেরবার জিতেছিলেন ‘ব্ল্যাক প্যান্থার’-এর প্রথম কিস্তির জন্য।

স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র বিভাগে মনোনীত হয়েছিল ‘স্ট্রেঞ্জার অ্যাট দ্য গেট’। ছবিটির নির্বাহী প্রযোজক হিসেবে অস্কারে এসেছিলেন নোবেল পুরস্কারজয়ী মালালা ইউসুফজাই
রয়টার্স

অস্কারেও শান্তির বার্তা
স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র বিভাগে মনোনীত ‘স্ট্রেঞ্জার অ্যাট দ্য গেট’-এর নির্বাহী প্রযোজক হিসেবে অস্কারে এসেছিলেন মালালা ইউসুফজাই। অনুষ্ঠানের একপর্যায়ে দর্শকের কাছ থেকে পাওয়া প্রশ্ন তারকাদের করেন সঞ্চালক কিমেল।

আরও পড়ুন

মালালার উদ্দেশে প্রশ্ন ছিল—হ্যারি স্টাইল সত্যিই কি ‘ডোন্ট ওরি ডারলিং’-এর শুটিংয়ে ক্রিস প্যাটের দিকে থুতু ছিটিয়েছিলেন? উত্তরে নোবেলজয়ী মালালা বলেন, ‘আমি কেবল শান্তি নিয়ে কথা বলি।’