তৈরি হচ্ছে এভারেস্টজয়ী তেনজিংয়ের বায়োপিক, দেখা যাবে এ দুই অভিনেতাকে
তৈরি হচ্ছে বিশ্বের এভারেস্টজয়ী পর্বতারোহী তেনজিং নোরগের বায়োপিক। ১৯৫৩ সালে প্রথম পর্বতারোহী হিসেবে এডমন্ড হিলারি ও শেরপা তেনজিং এভারেস্টের চূড়ায় পা রাখেন।
এবার নেপালি শেরপার জীবনী উঠে আসবে বড় পর্দায়। খবর চলচ্চিত্রবিষয়ক মার্কিন গণমাধ্যম ভ্যারাইটির
হলিউডে তৈরি হচ্ছে ছবিটি। ছবির নাম ‘তেনজিং’। ছবিটির পরিচালক জেনিফার পিডং। এর আগে তিনি ‘শেরপা’, ‘মাউন্টেন’ ও ‘সোলো’ ছবি পরিচালনা করেছেন।
এবার তাঁর লক্ষ্য তেনজিং। সূত্রের খবর, তেনজিংয়ের জীবনকাহিনি তাঁর পরিবারের সদস্যদের থেকে শুনে ছবিটি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক। তাঁর কাছে তেনজিংয়ের পরিবারের পক্ষ থেকে স্বত্বও দেওয়া হয়েছে।
নির্মাতারা জানিয়েছেন, ছবিতে থাকছেন ‘পুওর থিংস’ অভিনেতা উইলেম ডিফো ও ‘লোকি’ অভিনেতা টম হিডলস্টোন। ছবিতে হিলারির চরিত্রে অভিনয় করবেন টম। অন্যদিকে ব্রিটিশ অভিযাত্রী জন হান্টের চরিত্রে অভিনয় করবেন উইলেম।
এ খবর ছড়াতেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন, তাহলে তেনজিংয়ের চরিত্রে কে অভিনয় করবেন? নির্মাতারা জানিয়েছেন, এই চরিত্রের অভিনেতার সন্ধান চলছে। যে মুহূর্তে তা চূড়ান্ত হবে, তাঁরা ঘোষণা করবেন।
পঞ্চাশের দশকে দুই পর্বতারোহী কীভাবে সব প্রতিকূলতার বিরুদ্ধে এভারেস্ট জয় করেছিলেন, সেই রোমহর্ষক অভিযান তুলে ধরা হবে ছবিতে।