ডিক্যাপ্রিওর পরামর্শ মেনে

ভেনিসে টিমোথি শ্যালামে
ছবি : সংগৃহীত

বয়স মোটে ২৬। এর মধ্যেই তিনি এক অস্কার মনোনয়ন, দুবার গোল্ডেন গ্লোব ও তিনবার ক্র্যাফট মনোনয়ন পেয়েছেন। টিমোথি শ্যালামেকে মনে করা হচ্ছে এই সময়ের অন্যতম প্রতিশ্রুতিশীল অভিনেতা। ২০১৭ সালে লুকা গোদানিনোর ‘কল মি বাই ইয়োর নেম’-এর কল্যাণে আন্তর্জাতিক খ্যাতি পান অভিনেতা।

এরপর করেছেন ‘লেডি বার্ড’, ‘বিউটিফুল বয়’-এর মতো প্রশংসিত ছবি। ছিলেন ব্যবসাসফল ফ্যান্টাসি ছবি ‘ডিউন’-এ–ও। চলতি বছর আবারও শ্যালামেকে দেখা গেছে গোদানিনোর নতুন ছবি বোনস অ্যান্ড অল-এ। কিছুদিন আগেই ভেনিস উৎসবে ছবিটি প্রদর্শনের পর সাড়ে আট মিনিট ধরে দর্শকেরা দাঁড়িয়ে অভিবাদন জানান। সম্প্রতি ব্রিটিশ ভোগকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার, অভিনয়দর্শনসহ নানা প্রসঙ্গে কথা বলেছেন শ্যালামে।

‘ডোন্ট লুক আপ’–এ জেনিফার লরেন্স, ডিক্যাপ্রিও ও টিমোথি শ্যালামে
ছবি : সংগৃহীত

জানিয়েছেন, ক্যারিয়ার নিয়ে অস্কারজয়ী অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর উপদেশ মেনে চলেন তিনি—মাদক ও সুপারহিরো ছবি এড়িয়ে চলতে হবে। গত বছর ডিক্যাপ্রিওর সঙ্গে বহুল আলোচিত ‘ডোন্ট লুক আপ’ ছবিতে অভিনয় করেন শ্যালামে। অভিনেতা জানান, ২০১৮ সালে ডিক্যাপ্রিও তাঁকে এই উপদেশ দেন। যে পরামর্শের জোরেই তাঁর ক্যারিয়ার এ পর্যন্ত এসেছে। শ্যালামে বলেন, ‘তিনি আমার অন্যতম আদর্শ। কে বা কারা আমার প্রেরণা, সেটা বলতে পারি না, তবে তিনি (ডিক্যাপ্রিও) প্রথম সাক্ষাতেই কাঁধে হাত রেখে পরামর্শ দিয়েছিলেন।’

আরও পড়ুন

চরিত্র পছন্দের ক্ষেত্রে ডিক্যাপ্রিও ভীষণ খুঁতখুঁতে, ১৯৯২ সালের ‘গ্রোয়িং পেইনস’-এর পর আর কোনো টিভি সিরিজে দেখা যায়নি, করেননি কোনো সুপারহিরো ছবিও।
ব্রিটিশ ভোগ-এর সংখ্যায় প্রচ্ছদ হয়েছেন শ্যালামে, যার মাধ্যমে তিনি গড়েছেন নতুন রেকর্ড। সাময়িকীটির ১০৬ বছরের ইতিহাসে এই প্রথম প্রচ্ছদে এককভাবে জায়গা পেলেন কোনো পুরুষ অভিনয়শিল্পী, যাঁকে ‘অসাধারণ, অদ্ভুত ও সম্মানের’ বলে অভিহিত করেছেন শ্যালামে।

টিমোথি শ্যালামে
ছবি : সংগৃহীত

ভেনিসে প্রিমিয়ারের পর অভিনেতার ‘বোনস অ্যান্ড অল’ চলতি বছরের নভেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এ ছাড়া আগামী বছর আসবে ডিউন-এর দ্বিতীয় পর্ব।