এ সপ্তাহে কোন সিনেমা–সিরিজ দেখছেন দর্শকেরা

নতুন বছরে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে সিরিজ। পাশাপাশি দর্শক সিনেমাও দেখেছেন। ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি) বিশ্বের সবচেয়ে বড় অনলাইন চলচ্চিত্রের তথ্যভান্ডার। এখান থেকে জানা যায়, বিশ্বের কোন সিনেমা নিয়ে ভক্তদের আগ্রহ বেশি। আইএমডিবির তৈরি করা তালিকা থেকে জেনে নিতে পারেন এ সপ্তাহে দর্শকেরা সবচেয়ে বেশি দেখছেন কোনো সিনেমা-সিরিজ।
১ / ৫
এ মুহূর্তে ওয়েব দুনিয়ায় সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে ‘স্কুইড গেম’–এর পরবর্তী সিকুয়েল। আলোচিত সিরিজটি আইএমডিবিতে ৮ রেটিং নিয়ে আলোচনার শীর্ষে রয়েছে।
ইনস্টাগ্রাম থেকে
২ / ৫
ভ্যাম্পায়ারদের নিয়ে হরর ও রহস্যজনক ঘরানার সিনেমা ‘নসফেরাতু’। ৭.৭ রেটিং নিয়ে এটি আলোচনায় শীর্ষ দুই নম্বরে রয়েছে।
ছবি: আইএমডিবি
৩ / ৫
প্যারামাউন্টের সিরিজ ‘ল্যান্ডম্যান’ দর্শকদের পছন্দের তালিকায় রয়েছে। এর আইএমডিবি রেটিং ৮.৩।
ছবি: আইএমডিবি
৪ / ৫
হঠাৎই জন্মের পর দেখা যায় মেয়ের গায়ের রং নীল। সে সবার থেকে আলাদা। ‘উইকেড’ নামের ফ্যান্টাসি ও মিউজিক্যাল এই সিনেমা দর্শকেরা পছন্দ করেছেন। সিনেমাটির রেটিং ৭.৮।
ছবি: আইএমডিবি
৫ / ৫
ক্রাইম ড্রামা ও রহস্য ঘরানার মিনি টিভি সিরিজ ‘মিসিং ইউ’ আলোচনায় রয়েছে। নতুন বছর উপলক্ষে এ বছরের প্রথম দিনেই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সিরিজটি। এর রেটিং ৬.২।
ছবি: আইএমডিবি
আরও পড়ুন