উড়োজাহাজ বিধ্বস্ত: দুই মেয়েসহ হলিউড অভিনেতা নিহত
ক্যারিবিয়ান সাগরে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে দুই মেয়েসহ হলিউড অভিনেতা ক্রিশ্চিয়ান অলিভার নিহত হয়েছেন। খবর দ্য গার্ডিয়ানের।
গত বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টা ১০ মিনিটে ক্যারিবীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনের ছোট্ট দ্বীপ বেকুয়া থেকে তাঁদের নিয়ে উড়াল দেয় উড়োজাহাজটি। পরে এটি আরেক দ্বীপরাষ্ট্র সেন্ট লুসিয়ার কাছে সাগরে বিধ্বস্ত হয়।
সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন পুলিশ জানিয়েছে, এ দুর্ঘটনায় ক্রিশ্চিয়ান অলিভার (৫১) ও তাঁর দুই মেয়ে আন্নিক (১০) ও মেদিতা (১২) ছাড়াও উড়োজাহাজটির মালিক ও পাইলট রবার্ট স্যাকসের মরেদহ উদ্ধার করা হয়েছে। তাঁদের মরদেহ বেকুয়ায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ হস্তান্তর করা হবে।
দুই সন্তানকে নিয়ে ক্যারিবীয় অঞ্চলে অবকাশযাপনে গিয়েছিলেন ক্রিশ্চিয়ান অলিভার। মেয়েদের সঙ্গে তোলা একাধিক ছবি ইনস্টাগ্রামে পোস্ট করতে দেখা গেছে তাঁকে। ছুটির মধ্যেই চিরছুটিতে গেলেন বাবা ও মেয়েরা।
তিন দশকের ক্যারিয়ারে ‘স্পিড রেসার’, ‘ভালকিরি’সহ বেশ কয়েকটি আলোচিত সিনেমায় অভিনয় করেছেন ক্রিশ্চিয়ান অলিভার। বড়দিনের দিন পাঁচেক আগে আসন্ন ‘ফরএভার হোল্ড ইয়োর পিস’ সিনেমার শুটিং শেষ করেন তিনি।
ক্রিশ্চিয়ান অলিভারের মৃত্যুতে শোক জানিয়েছেন সিনেমাটির পরিচালক নিক লিওন। এক ইনস্টাগ্রাম পোস্টে লিওন জানান, অলিভারের সঙ্গে আরও পাঁচটি প্রজেক্টে কাজ করার কথা ছিল তাঁর।
জার্মানের ফ্রাঙ্কফুর্টে জন্ম ও বেড়ে ওঠা ক্রিশ্চিয়ান অলিভারের। অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। ১৯৯৪ সালে অভিনয়ে ক্যারিয়ার শুরু করেন তিনি। চলচ্চিত্রের পাশাপাশি বেশ কয়েকটি টিভি ধারাবাহিকেও দেখা গেছে তাঁকে।