‘ওপেনহেইমার’ নাকি ‘বার্বি’, ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসে বাজিমাত করল কোন সিনেমা

‘ওপেনহেইমার’ ও ‘বার্বি’র দৃশ্য। ছবি: আইএমডিবি

চলতি বছরের সব পুরস্কার আসরে যে ‘ওপেনহেইমার’ ও ‘বার্বি’ সিনেমার মধ্যে অলিখিত লড়াই হবে, আগেই আন্দাজ করা গিয়েছিল। গত বছরের ২১ জুলাই একই দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পায় এ দুই সিনেমা, তখন থেকেই দুই সিনেমার ভক্ত-সমর্থকদের সিনেম্যাটিক দ্বৈরথ দেখা গেছে, পুরস্কার মৌসুমে আবার যেন তা ফিরে এসেছে। গোল্ডেন গ্লোবের পর তা অব্যাহত রয়েছে ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসেও। কোন সিনেমা শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ পুরস্কারগুলো ঘরে তুলল? এএফপি, ভ্যারাইটি অবলম্বনে সেটা জেনে নেওয়া যাক।

আরও পড়ুন

আসরে সর্বোচ্চ মনোনয়ন পেয়েও গত সপ্তাহে অনুষ্ঠিত গোল্ডেন গ্লোবে একরকম খালি হাতেই ফিরতে হয়েছিল ‘বার্বি’কে, তবে ক্রিটিকস চয়েসে সেটা হয়নি। বাংলাদেশ সময় আজ সকালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকায় অনুষ্ঠিত হয় ২৯তম ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস।

সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন ‘ওপেনহেইমার’ নির্মাতা ক্রিস্টোফার নোলান। এএফপি

এখানেও সর্বোচ্চ ১৮টি মনোনয়ন বাগিয়েছিল ‘বার্বি’। শেষ পর্যন্ত গ্রেটা গারইগ পরিচালিত ‘বার্বি’ জিতেছে ছয়টি পুরস্কার।

তবে গোল্ডেন গ্লোবের মতো ক্রিটিকস চয়েসেও বাজিমাত করেছে ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহেইমার’।

সেরা অভিনেত্রী হয়েছেন এমা স্টোন। এএফপি

আসরে সর্বোচ্চ আটটি পুরস্কার জিতেছে সিনেমাটি। এর মধ্যে আছে সেরা সিনেমা, সেরা পরিচালক (ক্রিস্টোফার নোলান), পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা (রবার্ট ডাউনি জুনিয়র), সেরা সিনেমাটোগ্রাফির (হোতে ভ্যান হোতেমা) মতো গুরুত্বপূর্ণ পুরস্কার।

অন্যদিকে সেরা কমেডি সিনেমা হয়েছে ‘বার্বি’, এ ছাড়া রূপসজ্জা, প্রোডাকশন ডিজাইনসহ অন্য কয়েকটি শাখায় পুরস্কার জিতেছে। এ ছাড়া ‘বার্বি’র চিত্রনাট্যের জন্য সেরা মৌলিক চিত্রনাট্য বিভাগে পুরস্কার জিতেছেন গ্রেটা গারউইগ ও নোয়া বামব্যাচ।
সেরা অভিনয়শিল্পীর পুরস্কারে বলা যায় গোল্ডেন গ্লোবের পুনরাবৃত্তি হয়েছে।

‘দ্য হোল্ডওভারস’ সিনেমায় অভিনয়ের জন্য পল জিয়ামাতি হয়েছেন সেরা অভিনেতা

‘দ্য হোল্ডওভারস’ সিনেমায় অভিনয়ের জন্য পল জিয়ামাতি হয়েছেন সেরা অভিনেতা, ‘পুওর থিংস’-এ অনবদ্য অভিনয় করে সেরা অভিনেত্রী হয়েছেন এমা স্টোন।
টিভি ক্যাটাগরিতে সেরা লিমিটেড সিরিজ হয়েছে নেটফ্লিক্সের ‘বিফ’, সেরা ড্রামা সিরিজের পুরস্কার পেয়েছে এইচবিওর ‘সাকসেশন’। সেরা কমেডি সিরিজ এফএক্সের ‘দ্য বিয়ার’।

ড্রামা সিরিজ বিভাগের সেরা অভিনেতা, অভিনেত্রী হয়েছে যথাক্রমে কিরান কালকিন (সাকসেশন) ও সারাহ স্নুক (সাকসেশন)।

টিম ‘সাকসেশন’। এএফপি

এ ছাড়া সেরা বিদেশি ভাষার সিনেমা হয়েছে জাস্টিন ত্রিয়েতের ‘অ্যানাটমি অব আ ফল’ (ফ্রান্স)। চলচ্চিত্রে অবদানের জন্য ক্যারিয়ার অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন হ্যারিসন ফোর্ড। হ্যাশট্যাগ সিহার পুরস্কার পেয়েছেন আমেরিকা ফেরেরা।