‘দ্য লর্ড অব দ্য রিংস’-এর আরও সিনেমা আসছে

‘দ্য লর্ড অব দ্য রিংস’-এর একটি দৃশ্য

জে আর আর টলকিনের উপন্যাসের ওপর ভিত্তি করে ‘দ্য লর্ড অব দ্য রিংস’-এর একাধিক নতুন সিনেমা আসছে। ওয়ার্নার ব্রুস ডিসকভারির প্রধান নির্বাহী ডেভিড জাসলাভ এ ঘোষণা দেন। ব্লকবাস্টার সিনেমা ট্রিলজি ‘দ্য লর্ড অব দ্য রিংস’ ও ‘দ্য হবিট’–এর কাহিনিও টলকিনের অনবদ্য দুই সৃষ্টি।
নতুন সিনেমার ঘোষণা দিলেও কিন্তু এখন পর্যন্ত কোনো নির্মাতাকে প্রকল্পগুলোর সঙ্গে যুক্ত করা হয়নি। ধারণা করা হচ্ছে, ‘লর্ড অব দ্য রিংস’-এর নির্মাতারা সিনেমাগুলো বানাবেন।

২০০১ সালে শুরু হওয়া ‘দ্য লর্ড অব দ্য রিংস’ সিনেমা ট্রিলজি ১৭টি অস্কার জিতেছে। এর মধ্যে এই ট্রিলজির সর্বশেষ সিনেমা ‘দ্য রিটার্ন অব দ্য কিং’ই জিতেছে ১১টি অস্কার। ২০১২ সালে মুক্তি পায় ‘দ্য হবিট’-এর প্রথম কিস্তি।
পিটার জ্যাকসন পরিচালিত প্রথম ‘লর্ড অব দ্য রিংস’ ট্রিলজি বিশ্বব্যাপী বক্স অফিসে প্রায় ৩ বিলিয়ন ডলার আয় করেছিল।

জ্যাকসনের প্রথম ‘দ্য লর্ড অব দ্য রিংস’ ট্রিলজিতে অভিনয় করেছিলেন এলিজাহ উড, ইয়ান ম্যাককেলেন, লিভ টাইলার, শন অ্যাস্টিন, কেট ব্ল্যানচেট।

‘দ্য লর্ড অব দ্য রিংস’, ‘দ্য হবিট’-এর সেই কাহিনি নিয়ে প্রায় এক দশক পর গত সেপ্টেম্বরে অ্যামাজন স্টুডিওতে এসেছে ‘দ্য লর্ড অব দ্য রিংস’-এর প্রিক্যুয়েল ওয়েব সিরিজ ‘দ্য লর্ড অব দ্য রিংস: দ্য রিংস অব পাওয়ার’। এই প্রিক্যুয়েলে ‘লর্ড অব দ্য রিংস’-এর ঘটনাপ্রবাহের আরও কয়েক হাজার বছর আগের গল্প দেখানো হয়েছে।

আরও পড়ুন