অনুমিত অস্কারে ‘ওপেনহেইমার’-এর জয়

‘ওপেনহেইমার’ সিনেমার অভিনয়শিল্পীরা। ৩০তম স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডসে সেরা অভিনয়শিল্পীর পুরস্কার জিতেছে সিনেমাটি। এ অনুষ্ঠানে সর্বোচ্চ তিনটি পুরস্কার জিতেছে ক্রিস্টোফার নোলানের সিনেমাটি। ছবি: এএফপি

‘তোমাকে ভালোবাসি, পুরো আকাশের চেয়ে বেশি।’ অস্কারজয়ের পর অশ্রুসজল চোখে অভিনেত্রী এমা স্টোন কথাগুলো বলেন তাঁর দুই বছরের কন্যা লুসির উদ্দেশে। দ্বিতীয়বার সেরা অভিনেত্রী হিসেবে তাঁর অস্কার পাওয়া হয়ে রইল অস্কারের অন্যতম বড় বিজ্ঞাপন। নাহলে এবারের চেয়ে অনুমিত অস্কার খুব বেশি হয়েছে কি? অনুষ্ঠানের ভেতরে ও বাইরে যুদ্ধবিরোধী বার্তা ভিন্ন মাত্রা দিয়েছে ৯৬তম একাডেমি অ্যাওয়ার্ডসকে।

‘ওপেনহেইমার’ময় অস্কার
দ্বিতীয় বিশ্বযুদ্ধে পারমাণবিক বোমা হামলার ক্ষত এখনো তাড়া করে ফেরে পৃথিবীকে। অথচ সেই আণবিক বোমার জনক জে রবার্ট ওপেনহেইমারকে নিয়ে নির্মিত সিনেমা ওপেনহেইমারকে নিয়ে মাতামাতি নতুন করে উসকে দিল সেই পুরোনো প্রশ্নকে—ক্রিস্টোফার নোলানের ওপেনহেইমার সিনেমাটি দিয়ে কি নিজেদের ইমেজে একটু প্রলেপ দেওয়ার চেষ্টা করছে পশ্চিমা বিশ্ব? কেউ কেউ অভিযোগ করেছেন যে সিনেমাটিতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মতাদর্শকে প্রচার করা হয়েছে। পারমাণবিক বোমা ও ওপেনহেইমারের সাফাই গাওয়া হয়েছে। তবে বিতর্ক যা–ই হোক, মুক্তির পর ব্যবসায়িক সাফল্য থেকে শুরু করে সমালোচকদের প্রশংসা—সবই পেয়েছে ওপেনহেইমার। পেয়েছে গোল্ডেন গ্লোব, বাফটাসহ চলতি বছরের গুরুত্বপূর্ণ পুরস্কার। অস্কারেও যে ছবিটি রাজত্ব করবে, সে পূর্বানুমান আগেই করেছিলেন সমালোচকেরা। হলোও তা–ই। গতকাল সোমবার ভোরে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে জিমি কিমেলের সঞ্চালনায় বসেছিল ৯৬তম অস্কার (পোশাকি নাম একাডেমি অ্যাওয়ার্ডস) অনুষ্ঠান।

যেখানে এই আসরের সর্বোচ্চ সাতটি পুরস্কার জিতে নিয়েছে সিনেমাটি। সেরা সিনেমা, সেরা পরিচালক, সেরা অভিনেতাসহ গুরুত্বপূর্ণ বিভাগের পুরস্কার পেয়েছে ওপেনহেইমার। ২৫ বছরের দীর্ঘ ক্যারিয়ারে এই প্রথম সেরা নির্মাতা হিসেবে অস্কার জিতলেন ক্রিস্টোফার নোলান।

সিনেমাটিতে জে রবার্ট ওপেনহেইমারের চরিত্রে অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন কিলিয়ান মার্ফি। এটি এই আইরিশ অভিনেতারও প্রথম অস্কার। প্রতিক্রিয়ায় ৪৭ বছর বয়সী এই অভিনেতা ছবির পরিচালক ও প্রযোজককে ধন্যবাদ জানান। নোলানের সঙ্গে মার্ফির জুটি দুই দশক পুরোনো। সেদিকে ইঙ্গিত করে মার্ফি বলেন, ‘গত ২০ বছরে আপনার সঙ্গে রোমাঞ্চকর, বন্য একটা যাত্রার সঙ্গী হয়েছি; যা ছিল সৃজনশীলভাবে সবচেয়ে আনন্দদায়ক ঘটনা। যা বলতে পারছি, তার চেয়ে বেশি আপনার কাছে ঋণী।’

এমা স্টোন। এএফপি

আলোচনায় এমা
ইয়োর্গস লান্থিমোসের পুওর থিংস ছবিতে অভিনয় করে দ্বিতীয়বারের মতো সেরা অভিনেত্রীর অস্কার বাগিয়েছেন এমা স্টোন। তবে এর আগে আরেকটি ঘটনা ঘটে যায়, যা তাঁর পুরস্কার গ্রহণের মুহূর্তটিকে করে তোলে আরও নাটকীয়। পুরস্কার গ্রহণ করতে মঞ্চে উঠেই বিপত্তি টের পান এমা। অস্কারে তিনি পরেছিলেন লুই ভুতোঁর স্ট্যাপলেস গাউন। কিন্তু পুরস্কার গ্রহণের আগে অভিনেত্রী বুঝতে পারেন যে তাঁর পোশাকের পেছনের অংশটি ছিঁড়ে গেছে। অস্কারের মঞ্চে বার্বির গানে পারফর্ম করেন এমা। অভিনেত্রী জানান, ওই সময়ই সম্ভবত তাঁর পোশাকটি ছিঁড়ে গেছে।

এখানেই শেষ নয়, আবার সেরা অভিনেত্রীর পুরস্কার পাওয়ার ঘোষণা শোনার পরই স্বামী ডেভ ম্যাককারিকে চুম্বন করেন এমা স্টোন। এই যুগলের চুম্বনের স্থিরচিত্র অন্তর্জালে ভক্ত ও অনুসারীদের ভালোবাসা কুড়িয়েছে।

লস অ্যাঞ্জেলেসের বিখ্যাত ডলবি থিয়েটারের পাশে আন্দোলনকারীদের একাংশ
ছবি: রয়টার্স

গাজায় হামলা বন্ধ হোক’
গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা বন্ধে সরব হয়েছেন তারকারা। গাজায় হামলার প্রতিবাদে বিক্ষোভ চলে অনুষ্ঠানস্থলের বাইরেও। আল জাজিরা জানিয়েছে, লস অ্যাঞ্জেলেসে ডলবি থিয়েটারের বাইরে গাজা ও ইউক্রেনে হামলা বন্ধের দাবি জানান বিক্ষোভকারীরা। এই বিক্ষোভে এক হাজারের বেশি মানুষ অংশ নেন। অস্কারের মঞ্চে গাজা নিয়ে সরব হন দ্য জোন অব ইন্টারেস্ট নির্মাতা জোনাথন গ্লেজার। অস্কারে সেরা আন্তর্জাতিক সিনেমা হয়েছে এটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কুখ্যাত অশউইৎজ বন্দিশিবিরের পাশে এক দম্পতির স্বপ্নের জীবন শুরুর গল্প নিয়ে নির্মিত হয়েছে গত বছরের অন্যতম আলোচিত এই সিনেমা। পুরস্কার গ্রহণ করে ইসরায়েল ও গাজায় নিহত মানুষদের ‘অমানবিকতার শিকার’ হিসেবে উল্লেখ করেন গ্লেজার। গাজায় যুদ্ধবিরতির দাবিতে লালগালিচায় লালরঙা পিন পরে হাজির হন তারকাদের কেউ কেউ। তাঁদের মধ্যে ছিলেন গায়িকা বিলি আইলিশ, অভিনেতা মার্ক রাফালো, রেমি ইউসেফ। এই উদ্যোগের পেছনে রয়েছে আর্টিস্টসফোরসিজফায়ার। এর আগে তাঁরা যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে খোলা চিঠিতে স্বাক্ষরও করেছিলেন। এসব তারকার মধ্যে আছেন ব্রাডলি কুপার, আমেরিকা ফেরেরা, যাঁরা চলতি বছর অস্কারে মনোনয়ন পেয়েছিলেন।

ফিরে এল মারিওপোল
নিজের চেনা শহর হঠাৎ যেন পরিণত হলো মৃত্যুপুরীতে! ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর ২০ দিনের ভিডিও চিত্র নিয়ে তৈরি হয়েছে তথ্যচিত্র টোয়েন্টি ডেজ ইন মারিওপোল। এটি বানিয়েছেন ইউক্রেনের নির্মাতা ও সাংবাদিক মস্তিসলাভ চেরনভ। গত বছর সানড্যান্স চলচ্চিত্র উৎসবে প্রথম প্রদর্শনীর পর ব্যাপক প্রশংসিত হয় তথ্যচিত্রটি, পরে উৎসবে পুরস্কারও পায় এটি। চলতি বছর গোল্ডেন গ্লোব ও ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসেও সেরা তথ্যচিত্র হয় সিনেমাটি। এবার অস্কারেও সেরা তথ্যচিত্রের পুরস্কার পেল টোয়েন্টি ডেজ ইন মারিওপোল। এই প্রথম অস্কার জিতল ইউক্রেন। পুরস্কার গ্রহণ করে নির্মাতা চেরনভ বলেন, ‘দেশের ইতিহাসে প্রথম অস্কার জিতে আমি গর্বিত। তবে এই সিনেমা যদি কোনো দিন না বানাতে হতো, আমি সবচেয়ে বেশি খুশি হতাম।’