অস্কার: গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে হাজারও মানুষের বিক্ষোভ
অস্কার পুরস্কার ঘোষণাকালে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারের বাইরে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ দেখিয়েছেন হাজারও মানুষ। খবর লস অ্যাঞ্জেলস টাইমস
বাংলাদেশ সময় আজ ভোরে ডলবি থিয়েটার থেকে ৯৬ তম একাডেমি অ্যাওয়ার্ডস ঘোষণা করা হয়। আগে থেকেই থিয়েটারের বাইরে জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা। ফিলিস্তিনের পতাকা হাতে গাজায় যুদ্ধ বন্ধের দাবি তুলেছেন তাঁরা।
বিক্ষোভকারীদের ডলবি থিয়েটারে প্রবেশে বাধা দিয়েছে পুলিশ। ফলে অস্কার আয়োজনে তেমন কোনো বিভ্রাট ঘটেনি; তবে নির্ধারিত সময়ের চেয়ে কয়েক মিনিট বিলম্বে অস্কারের সম্প্রচার শুরু হয়েছে।
বিক্ষোভের মধ্যে অনেক তারকাকে পায়ে হেঁটে ডলবি থিয়েটারে প্রবেশ করতে দেখা গেছে। অস্কারের লালগালিচা থেকে গাজায় যুদ্ধবিরতির দাবি তুলেছেন তারকারা।
মিসরীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের অভিনেতা রেমি ইউসেফ সাংবাদিকদের বলেন, ‘আমরা অতিসত্বর গাজায় যুদ্ধবিরতির দাবি জানাচ্ছি। আমরা বলতে চাই, শিশুদের হত্যা বন্ধ করো।’
গায়িকা বিলি আইলিশ, অভিনেতা মার্ক রাফালো, রামি ইউসুফসহ আরও অনেকে যুদ্ধবিরোধী পিন পরে অস্কারের আসরে হাজির হয়েছিলেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক বিনোদন অঙ্গনের শিল্পীদের সমন্বয়ে গঠিত ‘আর্টিস্ট ফর সিজফায়ার’—এর তরফ থেকে এই প্রতিকী প্রতিবাদ জানানো হয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে একটি খোলাচিঠি পাঠিয়ে যুদ্ধবিরতির দাবি তুলেছে আর্টিস্ট ফর সিজফায়ার।