‘সাকসেশন’ এর বাজিমাত, আবার রেকর্ড গড়লেন এই অভিনেত্রী

ঘোষণা করা হয়েছে ৭৪ তম এমি মনোনয়নের তালিকা
ছবি: সংগৃহীত

ঘোষণা করা হয়েছে ৭৪তম এমি মনোনয়নের তালিকা। এবারে এমি আসরে বাজিমাত করেছে এইচবিও ড্রামা সিরিজ ‘সাকসেশন’। সিরিজটি সর্বাধিক ২৫টি মনোনয়ন বাগিয়েছে। গতকাল মঙ্গলবার রাতে মনোনয়নের তালিকা প্রকাশ করেন ‘কার্ব ইয়োর ইনথুজিয়ম’–এর অভিনেতা জিবি স্মুভ ও ‘ব্রুকলিন নাইনটি নাইন’এর অভিনেত্রী মেলিসা ফুমেরো। সঙ্গে উপস্থিত ছিলেন টেলিভিশন একাডেমির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ফ্রাঙ্ক শেরমা।

এবারের আসরে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ২০টি মনোনয়ন পেয়েছে অ্যাপল টিভি প্লাসের ‘টেড লেসো’ ও এইচবিওর ‘দ্য হোয়াইট লোটাস’। ‘টেড লেসো’ মনোনীত হয়েছে সেরা কমেডি, অভিনেতা–অভিনেত্রীর মতো গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে।

মনোনয়ন ঘোষণা করেন জিবি স্মুভ ও অভিনেত্রী মেলিসা ফুমেরো
ছবি: সংগৃহীত

প্রচারের পর থেকে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া ব্যঙ্গাত্মক কমেডি–ড্রামা ‘দ্য হোয়াইট লোটাস’–এর মনোনয়ন অবশ্য অনুমিতই ছিল। এ ছাড়া বেস্ট ড্রামা সিরিজসহ মনোনয়নে ‘হ্যাকস’ ১৭টি শাখায় মনোনয়ন পেয়েছে। অন্য সিরিজের মধ্যে ‘ইউফোরিয়া’ ১৬টি, ‘ডোপসিক’ ১৪টি, ‘স্কুইড গেম’ ১৪টি, ‘ওজার্ক’ ও ‘স্ট্রেঞ্জার থিংস’ ১৩টি করে মনোনয়ন পেয়েছে।

‘সাকসেশন’ সিরিজের একটি দৃশ্যে অভিনয়শিল্পীরা
ছবি: সংগৃহীত

প্রধান অভিনেতাদের মধ্যে জেসন ব্যাটম্যান (ওজার্ক), বেরিয়ান কক্স (স্কুইড গেম), লি জাং জে (স্কুইড গেম), বব ওডেনকির্ক (বেটার কল সৌল), অ্যাডাম স্কট (সাভেরিয়েন্স), জেরেমি স্ট্রং (সাকসেশন) টিভি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে। অভিনেত্রীদের মধ্যে জুডি কোমার (কিলিং ইভ), লৌওরা লিনি (ওজার্ক), মেমেলানি লিন্সকি (ইয়েলো জ্যাকেট), সান্ড্রা ওহ (কিলিং ইভ), রিজ উইদারস্পুন (দ্য মরনিং শো), জেন্ডায়া (ইউফোরিয়া) সিরিজের জন্য মনোনয়ন পেয়েছেন।

‘স্কুইড গেম’ পেয়েছে ১৪টি মনোনয়ন
ছবি: সংগৃহীত

এদিকে মাত্র ২৫ বছর বয়সে প্রযোজক হিসেবে মনোনয়নেপেয়ে রেকর্ড গড়েছেন এদিকে মাত্র ২৫ বছর বয়সে প্রযোজক হিসেবে মনোনয়ন পেয়ে রেকর্ড গড়েছেন জেনডায়া। এর আগে ২০২০ সালে সর্বকনিষ্ঠ অভিনেত্রী হিসেবে এমি জিতে রেকর্ড করেন তিনি। সব মিলিয়ে চলতি বছর এইচবিও সর্বমোট ১০৮টি মনোনয়ন পেয়েছে। অন্যদিকে নেটফ্লিক্স পেয়েছে ১০৫টি।

৭৪তম এমি পুরস্কার দেওয়া হবে আগামী ১২ সেপ্টেম্বর। সেদিন এনবিসিসহ একাধিক টিভি চ্যানেল ও অনলাইন প্ল্যাটফর্ম অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।

মাত্র ২৫ বছর বয়সে প্রযোজক হিসেবে মনোনয় পেয়ে রেকর্ড গড়েছেন জেনডায়া
ছবি: সংগৃহীত