মার্শাল আর্টের সবচেয়ে বড় বিজ্ঞাপন ব্রুস লির জন্মদিন আজ

মার্শাল আর্টের সবচেয়ে বড় বিজ্ঞাপন ব্রুস লি। মার্শাল আর্টকে তিনিই সারা দুনিয়ায় জনপ্রিয় করে তুলেছিলেন। সারা বিশ্বেই ছড়িয়ে–ছিটিয়ে ছিল তাঁর তরুণ ভক্তদল। যুগে যুগে পশ্চিমা ও প্রাচ্যের সংস্কৃতি বা বিনোদন দুনিয়ার মধ্যে যোগসূত্র তৈরি করেছিলেন যাঁরা, তাঁদের অন্যতম ব্রুস লি। আমাদের দেশেও সেই সত্তরের দশক থেকে তাঁর জনপ্রিয়তা। ব্রুস লির জন্ম হয়েছিল যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর চায়নাটাউনে, ১৯৪০ সালের ২৭ নভেম্বর। এই শিল্পীর আজ জন্মদিন। এই দিনে দেখি তাঁর কিছু ছবি, জানি তাঁর সম্পর্কে কিছু তথ্য।

১ / ১৬
১৮ বছর হওয়ার আগেই ২০টির মতো ছবিতে অভিনয় করে ফেলেন ব্রুস লি। ‘গোল্ডেন গেট গার্ল’ ছবিতে প্রথম তিনি পর্দায় আসেন। তখন অবশ্য একেবারেই শিশু তিনি
ইনস্টাগ্রাম
২ / ১৬
১৯৭২ সালে ‘ফিস্ট অব ফিউরি’ ছবিতে অভিনয় করেন ব্রুস লি। ‘দ্য বিগ বস’ যে রেকর্ড সৃষ্টি করেছিল, সেটিকেও ভেঙে দেয় এই ছবি
ইনস্টাগ্রাম
৩ / ১৬
হলিউডের বিভিন্ন ছবিতে সহকারী বা পার্শ্বচরিত্রে অভিনয় করে করে ত্যক্তবিরক্ত হয়ে পড়েন ব্রুস লি। একসময় তাঁর মনে হলো, আমেরিকায় নয়, হংকংয়েই তাঁর ভবিষ্যৎ
ইনস্টাগ্রাম
৪ / ১৬
মার্শাল আর্টেই ক্যারিয়ার গড়তে চেয়েছিলেন ব্রুস লি। যে কারণে রুপালি পর্দা থেকে দূরে চলে গিয়েছিলেন। কিন্তু প্রযোজক উইলিয়াম ডজিয়েরের চোখে পড়ে যান তিনি। ১৯৬৬ সালে এবিসি টেলিভিশন সিরিজ ‘দ্য গ্রিন হর্নেট’–এ তাঁকে দেখা যায় কেটো চরিত্রে। পরের বছরই সিরিজটি বন্ধ হয়ে যায়। তারপর বহু ছবিতে ও টেলিভিশনে বিভিন্ন সহকারী বা পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন ব্রুস লি
ইনস্টাগ্রাম
৫ / ১৬
১৯৭১ সালে তিনি হংকংয়ে চলে যান। ‘দ্য গ্রিন হর্নেট’ সিরিজের কল্যাণে তত দিনে হংকংয়ের ঘরে ঘরে পরিচিত এক নাম ব্রুস লি
ইনস্টাগ্রাম
৬ / ১৬
১৯৬২ সালে ব্রুস লি একটি ফাইটে তাঁর প্রতিপক্ষকে ১৫টি ঘুষি আর ১টি লাথি দিয়ে পরাজিত করেন, যাতে সময় লেগেছিল মাত্র ১১ সেকেন্ড
ইনস্টাগ্রাম
৭ / ১৬
হংকংয়েই প্রথম প্রধান একটি চরিত্রে অভিনয়ের সুযোগ পান ব্রুস লি। ছবির নাম ‘দ্য বিগ বস’। এ ছবিই তাঁকে নামযশ এনে দেয়
ইনস্টাগ্রাম
৮ / ১৬
তৃতীয় সিনেমা ‘দ্য ওয়ে অব দ্য ড্রাগন’। এই ছবির কাহিনি লিখেছেন তিনি। পরিচালক, প্রধান তারকা ও কোরিওগ্রাফারও ছিলেন ব্রুস লি
ইনস্টাগ্রাম
৯ / ১৬
ব্রুস লির ছবির সাফল্য তাঁকে চীনেও জনপ্রিয় করে তোলে। ক্রমশ সারা বিশ্বেই জনপ্রিয় হয়ে উঠতে শুরু করে মার্শাল আর্ট
ইনস্টাগ্রাম
১০ / ১৬
১৯৭৩ সালের ২০ জুলাই। হঠাৎ করেই হংকংয়ের কাউলুন টংয়ের একটি বাড়িতে মারা যান ব্রুস লি। মৃত্যুর আগে বলছিলেন যে তাঁর মাথা ধরেছে। এ জন্য মাথাব্যথার ওষুধও খেয়েছিলেন তিনি। তাঁর বয়স হয়েছিল মাত্র ৩২ বছর
ইনস্টাগ্রাম
১১ / ১৬
ব্রুস লিকে বিদায় জানাতে হংকংয়ের রাস্তায় সেদিন লাইন ধরে নেমে এসেছিলেন হাজার হাজার মানুষ। শোকাহত ভক্তদের নিয়ন্ত্রণ করতে পুলিশের ব্যারিকেড বসাতে হয়েছিল
ইনস্টাগ্রাম
১২ / ১৬
লস অ্যাঞ্জেলেসের চায়নাটাউনে ব্রুস লির একটি ভাস্কর্যও স্থাপন করা হয়েছে
ইনস্টাগ্রাম
১৩ / ১৬
টাইম ম্যাগাজিন পরে বিংশ শতাব্দীর সবচেয়ে প্রভাবশালী ১০০ জনের নামের যে তালিকা করে, তাতে উঠে আসে ব্রুস লির নাম
ইনস্টাগ্রাম
১৪ / ১৬
ব্রুস লি ছিলেন দর্শনের ছাত্র। তাঁর গোপন শখ ছিল কবিতা লেখা!
ইনস্টাগ্রাম
১৫ / ১৬
বেশির ভাগ মানুষ ব্রুস লিকে চাইনিজ মনে করলেও আদতে তিনি হংকং-আমেরিকান
ইনস্টাগ্রাম
১৬ / ১৬
ব্রুস লির নিজস্ব একটি লাইব্রেরি ছিল, যেখানে দুই হাজারের মতো বই ছিল
ইনস্টাগ্রাম