বিদ্যালয় থেকে ঝরে পড়েছিলেন, অভিনেতা হতে পারবেন ভাবেননি কেউ
১০ বছর বয়সে তিনি অভিনয়ের প্রেমে পড়েন। কিন্তু অভিনয় করবেন ও তারকা হবেন, এমন ভাবনা তাঁর ছিল না। ১৭ বছর বয়সে তাঁর কাছে মনে হয়েছিল, অভিনয় করা যায়। পরে অভিনয়ের জন্য বিদ্যালয় থেকে ঝরে পড়েন। তিনি অভিনেতা হতে পারবেন সেই বিশ্বাস অনেকের ছিল না। তিনিই আজ হলিউডের বিখ্যাত অভিনয়শিল্পী রবার্ট ডি নিরো। ১৯৪৩ সালে জন্ম নেওয়া এই অভিনেতা আজ ৮১–তে পা দিলেন। ছবিতে তাঁর জীবনের গল্প