প্রিয়াঙ্কাকে দেখা যাবে জলদস্যুর চরিত্রে, শুনে কী বললেন তাঁর স্বামী
বেশ কয়েক বছর ধরেই হলিউডে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। সর্বশেষ অ্যামাজন প্রাইম ভিডিওর সিরিজ ‘সিটাডেল’-এ দেখা গেছে ভারতীয় অভিনেত্রীকে।
এবার ‘দ্য বাফ’ নামের নতুন সিনেমায় দেখা যাবে তাঁকে। খবর চলচ্চিত্রবিষয়ক মার্কিন অনলাইন গণমাধ্যম ডেডলাইনের।
জানা গেছে, এজিবিও স্টুডিওজ ও অ্যামাজন এমজিএম স্টুডিওজের সিনেমাটি পরিচালনা করবেন ফ্রাঙ্ক ই ফ্লাওয়ার্স। প্রিয়াঙ্কা ছাড়াও সিনেমাটিতে দেখা যেতে পারে কার্ল আরবানকে।
ডেডলাইন জানিয়েছে, উনিশ শতকের ক্যারিবিয়ান অঞ্চলের প্রেক্ষাপটে তৈরি হবে সিনেমাটি। এখানে সাবেক এক জলদস্যুর চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে।
প্রিয়াঙ্কা চোপড়া। ইনস্টাগ্রাম থেকে ‘তিক্ত অতীত’-এর সূত্র ধরে রহস্যময় এক শক্তি তাঁর পরিবারকে ধ্বংস করতে চায়। পরিবারকে বাঁচাতে তাঁর মরিয়া চেষ্টা নিয়েই এগিয়েছে গল্প।
তবে নতুন সিনেমা নিয়ে প্রিয়াঙ্কার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। প্রিয়াঙ্কা কথা না বললেও বলেছেন তাঁর স্বামী নিক জোনাস।
নিজের ইনস্টাগ্রামে ডেডলাইনের খবরটি শেয়ার করে আগুনের ইমোজি জুড়ে দিয়েছেন নিক।