‘হ্যারি পটার’ সিরিজের সিনেমার জন্য কত টাকা পেয়েছিলেন জে কে রাওলিং

১২ জন প্রকাশক ফিরিয়ে দেওয়ার পর অবশেষে সাফল্যের মুখ দেখেছিল ‘হ্যারি পটার’। সেই হ্যারি পটার থেকেই নির্মিত হয় জনপ্রিয় সিনেমা। প্রথম সিনেমার স্বত্ব কত টাকায় বিক্রি করেছিলেন বিশ্বখ্যাত লেখিকা জে কে রাওলিং? আজ ৩১ জুলাই তাঁর জন্মদিন। জেনে নিতে পারেন তাঁর সম্পর্কে জানা অজানা কথা।
১ / ৭
জনপ্রিয়তা পাওয়া ‘হ্যারি পটার’ দিয়ে প্রথম সিনেমা নির্মিত হয় ২০০১ সালে। সিনেমার নাম ছিল ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন’।
ছবি: ইনস্টাগ্রাম
২ / ৭
‘হ্যারি পটার’–এর চারটি বইয়ের স্বত্ব কেনার জন্য এই সিনেমার লেখিকাকে দিতে হয় ২০ মিলিয়ন ডলার।
ছবি: ইনস্টাগ্রাম
৩ / ৭
শুধু তা–ই নয়, চিত্রনাট্য থেকে জে কে রাওলিংয় নির্দিষ্ট হারে লভ্যাংশ পান। সেই আয়ও বছরে ১০০ মিলিয়ন ডলারের মতো।
ছবি: ইনস্টাগ্রাম
৪ / ৭
২০০৬ সালে ফোর্বস ম্যাগাজিন একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখান থেকে জানা যায়, জে কে রাওলিং প্রথম বিলিয়নার লেখিকা।
ছবি: ইনস্টাগ্রাম
৫ / ৭
প্রথম হ্যারি পটার হাতে জে কে রাওলিং। ছবি : দ্য লিকি কলড্রন
ছবি: ইনস্টাগ্রাম
৬ / ৭
অথচ এই অভিনেত্রীকে শুরুতে হ্যারি পটার লিখে অপেক্ষা করতে হয়েছিল দীর্ঘ সময়। ১২টি প্রকাশনী প্রতিষ্ঠান বই হিসেবে ছাপাতে চায়নি।
ছবি: ইনস্টাগ্রাম
৭ / ৭
তাঁর লেখা হ্যারি পটার গল্পের প্রথম সিনেমা ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন’ ১২ কোটি ৫০ লাখ ডলারে নির্মিত। সিনেমাটি আয় করে ১০২ কোটি ডলার।
ছবি: ইনস্টাগ্রাম
আরও পড়ুন