এমা রবার্টসের বাগদান

এমা রবার্টসইনস্টাগ্রাম থেকে

দীর্ঘদিনের প্রেমিক অভিনেতা কোডি জনের সঙ্গে বাগদান সারলেন অভিনেত্রী ও সংগীতশিল্পী এমা রবার্টস। গতকাল মঙ্গলবার ইনস্টাগ্রামে বাগদানের খবর জানান তিনি।

ছবিতে এমার অনামিকায় একটি আংটি দেখা গেছে
ইনস্টাগ্রাম থেকে

কোডি জনের সঙ্গে নিজের হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করে এমা রবার্টস লিখেছেন, ‘মা সবাইকে বলে দেওয়ার আগেই জানিয়ে রাখলাম।’
ছবিতে এমার অনামিকায় একটি আংটি দেখা গেছে। ইনস্টাগ্রামে পরিবারের সদস্য ও সহকর্মীরা এই জুটিকে অভিনন্দন জানাচ্ছেন।

অনেকটা চুপিসারে প্রেম করেছেন এমা ও কোডি। ২০২২ সালের আগস্টের দিকে ইনস্টাগ্রামে দুজনের ছবি পোস্ট করে প্রেমের সম্পর্কটা প্রকাশ্যে আনেন তাঁরা। এর পর থেকে বিভিন্ন আয়োজনে একসঙ্গে দেখা গেছে এই জুটিকে।

এমা রবার্টস
ইনস্টাগ্রাম থেকে

শেষ ‘স্পেস ক্যাডেট’ চলচ্চিত্রে দেখা গেছে এমাকে। ‘দ্য রকি’, ‘ইন দ্য ডার্ক’–এর মতো আলোচিত সিরিজে অভিনয় করে পরিচিতি পেয়েছেন কোডি জন।