default-image

অতি আনন্দে সেই ওয়েটার সেই বিলটা আবার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। এভাবেই পুরো ঘটনা সামনে এসেছে। খবর ডেইলি মেইলের। গত শনিবার অস্ট্রেলিয়া সফরে যান কিম কার্ডাশিয়ান। তাঁর প্রেমিক সেখানে নতুন ছবির শুটিংয়ে ব্যস্ত। প্রেমিকার আগমন উপলক্ষে শুটিং থেকে ছুটি পান পিট। ছুটিতে তাঁরা খেতে গিয়েছিলেন কুইন্সল্যান্ডের একটি ইতালিয়ান রেস্টুরেন্টে। সেই রেস্টুরেন্টের ওয়েটার পিকোলো কুচিনাই ফাঁস করেছেন সেদিনের নৈশভোজের বিল।

default-image

সেই বিলের ছবিতে দেখা যায়, সেদিন ক্যাপ্রেসে স্যালাড, ব্রুশেটা, ক্যালামারি স্টার্টার, পিৎজা, পাস্তা, চকলেট টার্ট, নিউটেলা পিৎজাসহ অনেক কিছুই অর্ডার করেছিলেন কিম। তারকার কাছ থেকে মোটা অঙ্কের বকশিশ পাওয়ার কথা জানালেও সেটা কত, তা অবশ্য জানাননি পিকোলো। মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে, প্রেমিককে চমকে দিতেই আকস্মিকভাবে অস্ট্রেলিয়া সফরে যান কিম। ১৬ জুলাই প্রেমিকের সঙ্গে নৈশভোজ শেষেই তিনি যুক্তরাষ্ট্রের পথে রওনা হন।

default-image

ছোট পর্দার রিয়েলিটি শো ‘কিপিং আপ উইথ দ্য কার্ডাশিয়ানস’-এর কল্যাণে ব্যাপক পরিচিতি পান কিম কার্ডাশিয়ান। ২০০৭ সালে শুরু হওয়ার পর গত বছরের ১৮ মার্চ শেষ হয় শোটি। কিম সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় তারকাদের একজন। ইনস্টাগ্রামে তাঁর অনুসারী সংখ্যা ৩২ কোটি ৪০ লাখ।

হলিউড থেকে আরও পড়ুন
মন্তব্য করুন