জন্মদিনে টম ক্রুজ সম্পর্কে ২০ তথ্য

চার দশক ধরে অভিনয় করে চলেছেন, সময়ের অন্যতম সেরা অ্যাকশন তারকা তিনি। দর্শক তাঁকে মনে রেখেছে ‘টপ গান’ আর ‘মিশন: ইমপসিবল’ তারকা হিসেবেই। এই ওটিটির যুগের দর্শক যখন অনেকটাই প্রেক্ষাগৃহবিমুখ তখন টম ক্রুজ সেই বিরল তারকাদের একজন, যাঁদের টানে হলে ছুটে আসেন দর্শকেরা। আজ ৬৩ বছর বয়সে পা দিলেন এই হলিউড তারকা। টম ক্রুজের জন্মদিন উপলক্ষে ই! নিউজ, আইএমডিবি অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে জানা-অজানা কিছু তথ্য-

১ / ২০
টম ক্রুজের জন্ম ১৯৬২ সালের ৩ জুলাই, নিউইয়র্কের সিরাকিউজে। বাবা ছিলেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। মাত্র চার বছর বয়সে অভিনয়ের প্রতি আগ্রহ জন্মে। ছোটবেলায় ডোনাল্ড ডাক, এলভিস প্রিসলি, হ্যাম্পফ্রি বোগার্টের নকল করতেন টম
ছবি: রয়টার্স
২ / ২০
ছোটবেলা থেকেই টম ছিলেন দুঃসাহসী। সাইকেল চালাতে গিয়ে দেয়ালে ধাক্কা খাওয়া, ফুটবল খেলা সবই করতেন। স্কুলে ডিসলেক্সিয়ার কারণে পড়ালেখায় পিছিয়ে থাকলেও নাটক ও খেলাধুলায় ছিলেন এগিয়ে। যুক্ত ছিলেন গানের দল ও নাট্যদলে
এএফপি
৩ / ২০
স্কুলের নাটক ‘গাইজ অ্যান্ড ডলস’-এ অভিনয়ের পরই সিদ্ধান্ত নেন যে পেশাদার অভিনেতা হবেন। নিউইয়র্কে অডিশন দিতে শুরু করেন। সিনেমায় অভিষেক হয় ১৯৮১ সালে, ‘ট্যাপস’ ছবিতে
আইএমডিবি
৪ / ২০
১৯৮৩ সালে মুক্তি পায় ‘রিস্কি বিজনেস’। অনেকই জানেন না যে সিনেমাটির সেই আলোচিত নাচের দৃশ্য পুরোপুরি তাঁরই কোরিওগ্রাফ করা
আইএমডিবি
৫ / ২০
সহ-অভিনেত্রী রেবেকা ডি মনরির সঙ্গে প্রেম শুরু হয় এই ছবির শুটিংয়ের পর। তাঁর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেওয়া ‘টপ গান’-এ অভিনয়ের সুযোগ পান নির্মাতা জেরি ব্রাকহেইমারের নজরে আসার পর
আইএমডিবি
৬ / ২০
১৯৮৭ সালে মিমি রজার্সকে বিয়ে করেন। তবে এই সংসার টেকেনি, মাত্র তিন বছর পরেই বিচ্ছেদ হয় তাঁদের
আইএমডিবি
৭ / ২০
‘বর্ন অব দ্য ফোর্থ জুলাই’ ছবিতে যোদ্ধার চরিত্রে অভিনয়ের জন্য তাঁকে সাময়িক পক্ষাঘাতগ্রস্ত করার প্রস্তাব দেন পরিচালক, তবে বিমা সংস্থা তাতে অনুমতি দেয়নি। এই ছবির জন্য তিনি প্রথমবারের মতো অস্কারে মনোনীত হন
আইএমডিবি
৮ / ২০
১৯৯০ সালে পিপল সাময়িকী তাঁকে সেরা আবেদনময় তারকা হিসেবে ঘোষণা করে। একই বছরে অভিনেত্রী নিকোল কিডম্যানকে বিয়ে করেন ও দুটি সন্তান দত্তক নেন
এএফপি
৯ / ২০
‘মিশন: ইমপসিবল’ ফ্র্যাঞ্চাইজি তাঁকে নতুন করে অ্যাকশন তারকা হিসেবে সারা দুনিয়ায় পরিচয় করিয়ে দেয়। ১৯৯৬ সালে মুক্তি পায় সিনেমাটির প্রথম কিস্তি। সিনেমার জন্য দুঃসাহসিক সব স্টান্ট করে হইচই ফেলে দেন ক্রুজ। এর মধ্যে অন্যতম ছিল দুবাইয়ের বুর্জ খলিফা থেকে নিজেই ঝুলে স্টান্ট করা।
১০ / ২০
নিকোল কিডম্যানের সঙ্গে জুটি বেঁধে বেশ কয়েকটি সিনেমা করেন টম ক্রুজ। এর মধ্যে অন্যতম স্ট্যানলি কুবরিকের ‘আইজ ওয়াইড শাট’। ছবির শুটিংয়ের জন্য টম ও নিকোল ১৮ মাস লন্ডনে ছিলেন। ২০০১ সালে তাঁদের বিচ্ছেদ ঘটে
আইএমডিবি
১১ / ২০
২০০৫ সালে অভিনেত্রী কেটি হোমসের সঙ্গে প্রেম হয় টম ক্রুজের। ২০০৬ সালে তাঁরা বিয়ে করেন। ২০১২ সালে তাঁদের বিচ্ছেদ ঘটে
রয়টার্স ফাইল ছবি
১২ / ২০
‘মিশন: ইমপসিবল’ ফ্র্যাঞ্চাইজির জন্য বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ স্টান্ট করে আলোচিত হয়েছেন টম ক্রুজ। এর মধ্যে আছে বিমানের দরজায় ঝুলে থাকা, যেটি তিনি সত্যি সত্যিই করেছিলেন কোনো ডামি ব্যবহার না করেই। এ ছাড়া ‘ফল আউট’-এ তিনি নিজেই হেলিকপ্টার উড়িয়েছেন; স্কাইডাইভ করেছেন
আইএমডিবি
১৩ / ২০
সবশেষ চলতি বছর মুক্তি পাওয়া ‘দ্য ফাইনাল রেকনিং’-এ হেলিকপ্টার থেকে ১৬ বার আগুনে পোড়া প্যারাস্যুট নিয়ে লাফ দিয়ে গড়েছেন ‘সবচেয়ে বেশিসংখ্যক জ্বলন্ত প্যারাস্যুট জাম্প’-এর বিশ্ব রেকর্ড
আইএমডিবি
১৪ / ২০
নিজের ফিটনেস নিয়ে দারুণ সচেতন তিনি। ব্যক্তিগত জিমকে টম ক্রুজ বলেন ‘পেইন কেভ’। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, যত দিন পারেন ‘মিশন: ইমপসিবল’ করে যেতে চান। এই ফ্র্যাঞ্চাইজির অন্যতম প্রযোজকও তিনি
এএফপি
১৫ / ২০
‘দ্য ফাইনাল রেকনিং’ সিনেমাটিকে অনেকেই মনে করেছেন আলোচিত ‘মিশন: ইমপসিবল’ ফ্র্যাঞ্চাইজির শেষ কিস্তি। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ছবির প্রিমিয়ারে টম ক্রুজকে প্রশ্ন করা হলে তিনি হেসে বলেন, ‘শেষ বলে আবার কিছু আছে নাকি!
আইএমডিবি
১৬ / ২০
কেটি হোমসের সঙ্গে বিচ্ছেদের পরে আর বিয়ের সম্পর্কে জড়াননি টম ক্রুজ। তবে গত এক দশকে তাঁর সঙ্গে নাম জড়িয়েছে বেশ কয়েকজন অভিনেত্রীর। এখন যেমন শোনা যাচ্ছে, তিনি প্রেম করছেন কিউবার অভিনেতা আনা ডে আরমাসের সঙ্গে
কোলাজ
১৭ / ২০
টম ক্রুজের দীর্ঘ ক্যারিয়ারের অন্যতম আক্ষেপ ছিল অস্কার না পাওয়া। সে আক্ষেপও ঘুচতে যাচ্ছে এবার। সম্মানসূচক অস্কার পাচ্ছেন তিনি। ১৬তম গভরনর্স অ্যাওয়ার্ডস অনুষ্ঠানটি হবে আগামী ১৬ নভেম্বর, লস অ্যাঞ্জেলেসে। সেখানেই টমের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে
এএফপি
১৮ / ২০
এখন পর্যন্ত তাঁর করা সিনেমাগুলো বক্স অফিস থেকে ১৩ দশমিক ৩ বিলিয়ন ডলার আয় করেছে
আইএমডিবি
১৯ / ২০
সামনে টম ক্রুজকে দেখা যাবে আলেহান্দ্রো গনজালেস ইনারিতুর সিনেমায়। ইনারিতুর সঙ্গে টম ক্রুজও ছবির প্রযোজক
আইএমডিবি
২০ / ২০
ছবিটি নিয়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কমতি নেই। কারণ, ইনারিতুর সঙ্গে টমের জুটি কেমন হয়, সেটা দেখতে ভক্তদের তর সইছে না। কমেডি সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালের ২ অক্টোবর
ছবি: রয়টার্স