আলোকচিত্রীর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন তাঁরা
অস্ট্রেলিয়ান অভিনেত্রী মার্গট রবি ও সুপারমডেল-অভিনেত্রী কারা ডেভেলিন দীর্ঘদিনের বন্ধু। এই সময়ের আলোচিত দুই অভিনেত্রী তাঁদের দুই প্রযোজক বন্ধুকে নিয়ে রাতের খাবার খেতে গিয়েছিলেন আর্জেন্টিনার এক রেস্তোরাঁয়। সেখানেই স্থানীয় এক আলোকচিত্রীর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন তাঁরা। বিষয়টি কেবল তর্কাতর্কিতে থেমে থাকেনি, গড়িয়েছে হাতাহাতি পর্যন্ত। ফল, আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সেই আলোকচিত্রী। মারপিটের অভিযোগে ওই দুই ব্রিটিশ প্রযোজককে আটক করেছে স্থানীয় পুলিশ। ঘটনাটি ঘটে আর্জেন্টিনার স্থানীয় সময় রোববার। তারকাদের কাছে জনপ্রিয় এক রেস্তোরাঁয় রাত তিনটা নাগাদ খেতে গিয়েছিলেন মার্গট ও ডেভেলিন। সঙ্গে ছিলেন তাঁদের বন্ধু, চলচ্চিত্র প্রযোজক জোসি ম্যাকনমারা ও কিগ্রিপ জ্যাক।
বাইরে থেকে তাঁদের ছবি তোলার চেষ্টা করছিলেন পেদ্রো আলবার্তো নামের স্থানীয় এক পাপারাজ্জি। দেখে চটে যান মার্গট ও ডেভেলিন। বন্ধুদের সঙ্গে রাতের খাবার খাওয়ার ছবি তুলতে দিতে রাজি না তাঁরা। দুই প্রযোজক ওই আলোকচিত্রীকে ছবি তুলতে নিষেধ করেন। কিন্তু তারপরও নিজের কাজ চালিয়ে যান তিনি। এরপর দুই ব্রিটিশ প্রযোজক ওই আলোকচিত্রীকে মারধর করেন বলে অভিযোগ।
ব্রিটিশ দৈনিক দ্য সানকে আলবার্তো বলেন, ‘এটা ছিল ভয়াবহ এক আক্রমণ। ক্যামেরা থেকে ছবি মুছে দেওয়ার চেষ্টা করছিল তারা, গায়ে হাত তুলছিল। তাদের হাত থেকে বাঁচতে দৌড়াতে শুরু করি। একপর্যায়ে লাথি খেয়ে মাটিতে পড়ে যাই, ক্যামেরা পড়ে যায়। হাতে চোট পাই। আমার হাত থেকে রক্ত ঝরছিল। ঘটনার কয়েক মিনিটের মধ্যেই পুলিশ আসে।’
ব্রিটিশ সংবাদপত্রগুলো জানিয়েছে, ঘটনাস্থল থেকে আটক করার পর দুই প্রযোজককে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এরপর তাঁদের আদালতে হাজির করা হয়। মার্গট ও ডেভেলিন গন্ডগোল শুরু হওয়ার পরই ঘটনাস্থল ছেড়ে যান। পরে তাঁরা দক্ষিণ আর্জেন্টিনায় চলে গেছেন বলে খবর। রেস্তোরাঁর ঘটনা নিয়ে মার্গট বা ডেভেলিনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ডিসি সুপারহিরো হার্লে কুইন চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান মার্গট রবি। সামনে আসছে তাঁর ব্যাবিলন ও বার্বি।
অন্যদিকে ২০১৭ সালে লুক বেসোঁর ভ্যালেরিয়ান অ্যান্ড দ্য সিটি অব আ থাউজেন্ড প্লানেটস দিয়ে আলোচনায় আসেন কারা ডেভেলিন। চলতি বছর সেলেনা গোমেজের সঙ্গে ‘অনলি মার্ডারাস ইন দ্য বিল্ডিং’ দিয়ে আলোচিত হন এই ব্রিটিশ সুপারমডেল। এর আগে ২০১৬ সালে মার্গট রবির সঙ্গে ‘সুইসাইড স্কোয়াড’-এ অভিনয় করেন ডেভেলিন। এর পর থেকেই তাঁদের বন্ধুত্বের বিষয়টি প্রকাশ্যে আসে।