নাচে–গানে জেমস বন্ডকে শ্রদ্ধার্ঘ্য

বন্ডের থিমের সঙ্গে মঞ্চে কোয়ালির নাচ যেন শুরুতেই জমিয়ে দেয় অস্কার অনুষ্ঠান। এএফপি

দীর্ঘদিন ‘জেমস বন্ড’ সিরিজের নিয়ন্ত্রণ ছিল ইয়ন ফিল্মসের হাতে। তবে গত মাসে নতুন চুক্তির ফলে জেমস বন্ডের সৃজনশীল নিয়ন্ত্রণ আর থাকছে না উইলসন ও ব্রোকলির হাতে। অ্যামাজন এমজিএম স্টুডিও ও ইয়ন ফিল্মসের মধ্যে চুক্তির আওতায় জেমস বন্ডের সৃজনশীল নিয়ন্ত্রণ আর থাকছে না মাইকেল জি উইলসন ও বারবারা ব্রোকলির হাতে।

সিনেমার নতুন পর্বের সিদ্ধান্ত থেকে অভিনয়শিল্পী নির্বাচনসহ সৃজনশীল সব বিষয় নিয়ন্ত্রণ করবে এমজিএম। অস্কারের সঙ্গে ছয় দশকের সম্পর্ক জেমস বন্ডের।

লিসা। এএফপি

আজ তাই ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসের শুরুতেই নাচে–গানে জেমস বন্ডকে শ্রদ্ধার্ঘ্য জানানো হয়।

দোজা ক্যাট, লিসা ও রে গানে গানে জেমস বন্ডকে শ্রদ্ধার্ঘ্য জানান। গানের সঙ্গে ছিল এ সময়ের আলোচিত অভিনেত্রী মারগারেট কোয়ালির নাচ।

দোজা ক্যাট। এএফপি

বন্ডের থিমের সঙ্গে মঞ্চে কোয়ালির নাচ যেন শুরুতেই জমিয়ে দেয় অস্কার অনুষ্ঠান।

১৯৭৩ সালের জেমস বন্ড সিনেমা ‘লিভ অ্যান্ড লিভ লিভ’-এর থিম সং ধরেন ব্ল্যাকপিংক গায়িকা লিসা, এরপর দোজা ক্যাট গান ‘ডায়মন্ডস আর ফরএভার’-এর থিম, সবশেষে রে পরিবেশন করেন ‘স্কাইফল’-এর গান।

আরও পড়ুন

এর আগে জেমস বন্ড ট্রিবিউট পারফরম্যান্স শুরু করেন ‘ডাই এনাদার ডে’ অভিনেত্রী হ্যালি বেরি।

সূত্র : ভ্যারাইটি

রে। এএফপি