হঠাৎ এক সেকেন্ডে ‘আরআরআর’ সিনেমার মারপিট দৃশ্য অস্কার মঞ্চে

হঠাৎ ভারতের ‘আরআরআর’ সিনেমার মারপিটের একটি দৃশ্য পর্দায়। ছবি: কোলাজ
এই দৃশ্যটি অস্কারের পর্দায় দেখানো হয়। ছবি: সংগৃহীত

একাডেমি পুরস্কার অস্কারে এ বছর ভারতের কোনো অংশগ্রহণ ছিল না। কোনো শাখাতেই জায়গা করে নিতে পারেনি ভারতের কোনো সিনেমা, গান বা তথ্যচিত্র। ৯৬তম আয়োজন দেখতে বসে হঠাৎ করেই এক সেকেন্ডের জন্য চোখ আটকে যায়। হঠাৎ ভারতের ‘আরআরআর’ সিনেমার মারপিটের একটি দৃশ্য পর্দায়। প্রশ্ন থাকতে পারে, কেন এক সেকেন্ডে ভারতের কোনো সিনেমার দৃশ্য দেখানো হলো।

এস এস রাজামৌলির আরেক সিনেমা ‘আরআরআর’ গত বছর সাড়া জাগিয়েছিল। সিনেমাটি আয়ে রেকর্ড গড়ে। এই সিনেমার আয় ১ হাজার ২৫০ কোটি রুপি।
ছবি: ফেসবুক

জাঁকজমকপূর্ণ এই আয়োজনে একপর্যায়ে অস্কার মঞ্চে আসেন ‘বার্বি’ সিনেমার তারকা রায়ান গসলিং। তাঁর সঙ্গে ছিলেন ‘ওপেনহেইমার’ সিনেমার অভিনেত্রী এমিলি ব্লান্ট। তাঁরা দুজনই পার্শ্বচরিত্র অভিনয়শিল্পী হিসেবে অস্কারে মনোনয়ন পেয়েছেন। ‘ওপেনহেইমার’ ও ‘বার্বি’ সিনেমার নাম একত্রে করে মজা করতে থাকে তাঁরা। মজার উপস্থাপনার মধ্যেই সিনেমার পেছনে থাকা অভিনয়শিল্পী কলাকুশলীদের অবদানের কথা তুলে ধরেন। দেখানো প্রায় দুই মিনিটের একটা তথ্যচিত্র।

‘বার্বি’ সিনেমার তারকা রায়ান গসলিং
ছবি: ফেসবুক

সিনেমা প্রয়োজনে শুরু থেকেই মারপিট দৃশ্য থেকে নানা দৃশ্যে অভিনয়শিল্পী, কলাকুশলীদের মৃত্যুর ঝুঁকি নিয়ে কাজ করতে হয়েছে। কখনো পাহাড় থেকে লাফ দিতে হয়েছে। কখনো বিমান থেকে লাফ দিতে হয়েছে। অ্যাকশন দৃশ্যে সিঁড়ি থেকে পড়ে যাওয়া, বাস্তবের ঘোড়া দৌড় প্রতিযোগিতা, গাড়ি থেকে লাফ দেওয়া, সিনেমায় কোনো দুর্ঘটনা দেখানোর সময় প্রায়ই মৃত্যুর মতো ঘটনা ঘটে। এমন দৃশ্যের মধ্যে ‘আরআরআর’ সিনেমার দৃশ্যটি দেখানো। এই সিনেমাতেও ঝুঁকি নিয়ে মারপিট দৃশ্যে করতে হয়েছে অভিনয়শিল্পীদের।

গত বছর ৯৫তম অস্কার পুরস্কারে ‘আরআরআর’ সিনেমার ‘নাটু নাটু’ গানটি’ সেরা সংগীতের পুরস্কার পেয়েছিল। এবারও গানের পুরস্কার তুলে দেওয়ার সময়ে এক মুহূর্তের জন্য দেখানো হয় রামচরণ জুনিয়র এনটিআরকে।

গত বছর ৯৫তম অস্কার পুরস্কারে ‘আরআরআর’ সিনেমার ‘নাটু নাটু’ গানটি’ সেরা সংগীতের পুরস্কার পেয়েছিল
ছবি: সংগৃহীত

গত বছরের অন্যতম আলোচিত সিনেমা ছিল ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহেইমার’। আণবিক বোমার জনক রবার্ট ওপেনহেইমারকে নিয়ে নির্মিত সিনেমাটি ১৩টি শাখায় মনোননয় পায়। অস্কারে সর্বোচ্চ সাতটি শাখায় পুরস্কার জিতেছে সিনেমাটি। বাংলাদেশ সময় গত সোমবার ভোরবেলা থেকে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসেছে ৯৬তম একাডেমি অ্যাওয়ার্ডসের আসর।