বিনোদন–দুনিয়ায় বড় চমক আজ

‘সুপারম্যান’ আর ‘কারাতে কিড: লিজেন্ডস’–এর পোস্টার। কোলাজ

বিশ্বজুড়ে আজ বিনোদন দুনিয়ায় বাজছে বড় চমকের ঘণ্টা। একই দিনে পর্দায় হাজির দুই বিনোদনদুনিয়া মাতানো তারকা—সুপারহিরো ‘সুপারম্যান’ আর মার্শাল আর্টের জীবন্ত কিংবদন্তি জ্যাকি চ্যান। আজ মুক্তি পেয়েছে বছরের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সুপারম্যান’ এবং জ্যাকি চ্যানের নতুন অ্যাকশন ছবি ‘কারাতে কিড: লিজেন্ডস’। বাংলাদেশের দর্শকদের জন্যও সুখবর, আন্তর্জাতিক মুক্তির দিনেই ঢাকার স্টার সিনেপ্লেক্সে দেখা যাবে এই দুই সিনেমা। সিনেমাপ্রেমীদের জন্য আজকের দিনটি তাই নিঃসন্দেহে উত্তেজনা আর চমকে ভরা।

‘লুক অ্যাট দ্য স্কাই! ইজ ইট আ বার্ড? ইজ ইট আ প্লেন? নো, ইট’স সুপারম্যান।’— এই সংলাপের সঙ্গে পরিচিত না, এমন দর্শক কমই আছেন। মেট্রোপলিসের আকাশে লাল-নীল পোশাকে উড়তে থাকা সুপারম্যানের গল্প প্রথম শুরু হয়েছিল ১৯৩৮ সালে। সেই থেকে সুপারম্যান শুধু কমিকসের চরিত্রই নয়, হয়ে উঠেছে সাহস, সততা আর আশার প্রতীক। সময় বদলেছে, চরিত্রের অনেক কিছু পরিবর্তন হয়েছে। তবে সুপারম্যানের ন্যায়পরায়ণতা, মানবিকতা আর শক্তির প্রতি দায়বদ্ধতা একই রয়ে গেছে। ব্যাটম্যানের মতো সুপারম্যানও কারও প্রাণ নিতে চায় না। বরং সে তার ক্ষমতাকে ব্যবহার করে পৃথিবীকে আরও সুন্দর করতে চায়।

এবারের ‘সুপারম্যান’ ছবিটি নির্মিত হয়েছে ডিসি ইউনিভার্সের নতুন সূচনার অংশ হিসেবে। পরিচালনায় আছেন জেমস গান। সুপারম্যানের চরিত্রে দেখা যাবে ডেভিড কোরেনসোয়েটকে। ছবিটি কেবল অ্যাকশনধর্মী নয়, এতে গুরুত্ব দেওয়া হয়েছে মানবিকতা, রাজনীতি, অভিবাসন ও নৈতিক দ্বন্দ্বের গল্প।

‘সুপারম্যান’–এর দৃশ্য। ছবি: আইএমডিবি

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস অব লন্ডন–এ দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক জেমস গান বলেন, ‘সুপারম্যানের গল্পটা শুধু সুপারহিরোর নয়, এটা এক অভিবাসীর গল্প, যে অন্য গ্রহ থেকে এসে পৃথিবীতে নিজের স্থান খুঁজে নেয়। এই সিনেমা দেখাবে, কীভাবে মানবিকতা হারিয়ে যাচ্ছে, আর মানুষ আবারও আশার দিকে তাকিয়ে থাকে।’ জেমস গান আরও বলেন, ‘সুপারম্যান এমন এক চরিত্র, যে ঠিক তখনই আবির্ভূত হয়, যখন মানুষ ভালো কিছুর আশা হারিয়ে ফেলে। সমাজের অবক্ষয়ে সে প্রতিবাদী হয়ে ওঠে।’

জ্যাকি চ্যানের নতুন চমক
বিশ্বজুড়ে জ্যাকি চ্যানের ভক্তের সংখ্যা কম নয়। মার্শাল আর্ট অ্যাকশন ঘরানার এই কিংবদন্তি অভিনেতা এবার ফিরেছেন ‘কারাতে কিড: লিজেন্ডস’ ছবিতে। ২০১০ সালের ‘দ্য কারাতে কিড’ এর সিকুয়েল ও ‘কোবরা কাই’ সিরিজের ধারাবাহিক এই সিনেমায় দেখা যাবে, লি নামের এক তরুণ ছেলে বেইজিং থেকে নিউইয়র্কে আসে। সেখানে মার্শাল আর্টের যাত্রা শুরু হয় তার। জ্যাকি চ্যান এখানে মিস্টার হান চরিত্রে ফিরেছেন, যিনি লি-কে প্রশিক্ষণ দেবেন।

৭১ বছর বয়সেও জ্যাকি চ্যান নিজেই স্টান্ট করেছেন ছবিতে। ‘কারাতে কিড: লিজেন্ডস’ সিনেমা পুরোনো ও নতুন প্রজন্মের মধ্যে সংযোগ তৈরি করবে। গল্পে দেখা যাবে, দক্ষিণ কোরীয় মার্শাল আর্ট মাস্টার কিম তায় সাং একটি করপোরেট মার্শাল আর্ট একাডেমি খুলে সারা বিশ্বের মার্শাল আর্ট নিয়ন্ত্রণ করতে চায়। তাকে ঠেকাতে ড্যানিয়েল লারসো, জনি লরেন্স, লি এবং নতুন প্রজন্মের তরুণেরা একজোট হয়। তাদের লক্ষ্য— সত্যিকারের মার্শাল আর্ট চেতনা রক্ষা করা। এই সিনেমা মুক্তির পর থেকেই ভালো ব্যবসা করছে। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ও কানাডায় আয় করেছে ৪৬ মিলিয়ন ডলার, আর বিশ্বব্যাপী মোট আয় ৯২ মিলিয়ন ডলার।

আরও পড়ুন

এই দুই সিনেমা নিয়ে তুমুল উন্মাদনা, তখন বাংলাদেশের দর্শকেরাও প্রথম দিনেই বড় পর্দায় এই দুটি সিনেমা দেখার সুযোগ পাচ্ছেন। সিনেমাপ্রেমীদের জন্য এমন দিন বহু বছর পর এল।

‘কারাতে কিড: লিজেন্ডস’ সিনেমার দৃশ্য। আইএমডিবি