আইএমডিবিতে দর্শক কী দেখছেন

সিনেমাপ্রেমীরা পছন্দের সিনেমাগুলো নিয়ে জানতে সবার আগে ঢুঁ মারেন আইএমডিবিতে। এটি অনলাইনভিত্তিক ইন্টারনেট মুভি ডেটাবেজ। মুহূর্তেই যেকোনো সিনেমা সম্পর্কে ধারণা পাওয়া যায়। কোন সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ বেশি, সেই ডেটাবেজ দিয়ে তৈরি হয় ফ্যান ফেবারিট বা দর্শকদের পছন্দের সিনেমার তালিকা। ভক্তদের পছন্দের সেই তালিকার শীর্ষ সিনেমাগুলো দেখে নিতে পারেন।
১ / ৫
আইএমডিবিতে দর্শকদের পছন্দের শীর্ষে রয়েছে অ্যানিমেশন সিনেমা ‘হাউ টু ট্রেইন ইয়োর ড্রাগন’ সিনেমাটি। মুক্তির পর থেকে এটি আলোচনায় রয়েছে। সিনেমাটির রেটিং ৮.১।
ছবি: আএমডিবি
২ / ৫
ঐতিহাসিক গল্পের অ্যাকশন সিনেমা ‘সিনারস’। অসহ্য এক জীবন থেকে বাঁচতে দুই ভাই নিজ শহরে এসে নতুন করে জীবন শুরু করতে চায়, যা তাদের জন্য আরও ভয়ংকর হয়ে দাঁড়ায়। সিনেমাটি ৭.৮ রেটিং নিয়ে জনপ্রিয়তায় ২ নম্বরে আছে।
ছবি: আএমডিবি
৩ / ৫
টম ক্রুজ অভিনীত আলোচিত ‘মিশন ইমপসিবল’ ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা ‘মিশন ইমপসিবল: দ্য ফাইনাল রেকনিং’ এই তালিকায় তিন নম্বরে রয়েছেন। এর রেটিং ৭.৪। সিনেমাটিকে প্রায় এক লাখ দর্শক ভোট দিয়েছেন।
ছবি: আএমডিবি
৪ / ৫
নেটফ্লিক্সের ক্রাইম থ্রিলার সিরিজ ‘ডিপার্টমেন্ট কিউ’ এই তালিকায় ৪ নম্বরে রয়েছে। একসময়ের আলোচিত গোয়েন্দা বড় একটি ভুল করে। পরবর্তী সময়ে তিনি নতুন করে একটি খুনের ঘটনার মামলা সমাধান করার দায়িত্ব পান। এটা ঘিরেই ঘটে নাটকীয় ঘটনা।
ছবি: আএমডিবি
৫ / ৫
মার্শাল আর্টে প্রশিক্ষিত একজন গুপ্তঘাতক। যে তার বাবার মৃত্যুর পর প্রতিশোধ নিতে বের হয়। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘জন উইক’ ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা ‘ব্যালেরিনা’। সিনেমার রেটিং ৭.২।
ছবি: আএমডিবি