ইংরেজি রিমেক হবে এই হিন্দি ছবিটির

‘কিল’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

হিন্দি অ্যাকশন থ্রিলার সিনেমা ‘কিল’ নিয়ে অনেক দিন ধরেই আলোচনা চলছে। কিছুদিন আগে সিনেমাটির ট্রেলার অন্তর্জালে রীতিমতো ঝড় তুলেছিল। এবার আরেকটি বড় খবর পাওয়া গেল নিখিল নাগেশ ভাট পরিচালিত সিনেমাটির।

আরও পড়ুন

চলচ্চিত্রবিষয়ক মার্কিন গণমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, সিনেমাটির ইংরেজি রিমেক হবে। রিমেকটি প্রযোজনা ও পরিচালনা করবেন ‘জন উইক’–নির্মাতা চাদ স্টাহেলস্কি।

গত বছরের সেপ্টেম্বরে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় ‘কিল’ সিনেমার। উৎসবে সিনেমাটি ‘পিপলস চয়েজ অ্যাওয়ার্ড: মিডনাইট ম্যাডনেস’ বিভাগে প্রথম রানারআপ হয়।

‘কিল’ সিনেমার পোস্টার। আইএমডিবি

ভ্যারাইটি জানিয়েছে, চাদ স্টাহেলস্কির প্রযোজনা সংস্থা ৮৭ইলেভেন এন্টারটেইনমেন্ট ছবিটির রিমেক করবে। ৫ জুলাই ভারতে মুক্তি পাবে সিনেমাটি। তার আগেই এল ইংরেজি রিমেকের ঘোষণা।

সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে চাদ স্টাহেলস্কি এক বিবৃতিতে বলেন, ‘“কিল” একেবারেই বন্য অ্যাকশন সিনেমা, এতে অ্যাকশন দৃশ্যগুলোতে নানা ধরনের সৃজনশীলতা লক্ষ করেছি। নিখিল যে রুদ্ধশ্বাস অ্যাকশন দৃশ্য তৈরি করেছেন, সেটা বিশ্বব্যাপী যত বেশি সম্ভব দর্শকের কাছে পৌঁছে দেওয়া উচিত।’

‘কিল’ সিনেমার পোস্টার। আইএমডিবি

তবে ‘কিল’-এর ইংরেজি রিমেকে কারা অভিনয় করবেন, সে সম্পর্কে জানা যায়নি।
‘কিল’-এ অভিনয় করেছেন লাক্ষ্য লালওয়ানি, রাঘব জুয়াল, তানিয়া মানিকতলা প্রমুখ।

সিনেমার গল্প ভারতীয় সেনাবাহিনীর কমান্ডো অফিসার অমিতকে নিয়ে। অমিতের সঙ্গে বাগ্‌দান হয় তুলিকার। দিল্লি থেকে ট্রেনে ওঠে দুজন। এরপরই শুরু হয় ঝামেলা। ছুরি হাতে একদল দুর্বৃত্ত হামলা চালায় ট্রেনে। যাত্রীদের রক্ষা করতে মরিয়া লড়াই চালায় অমিত। সে কি পারবে, সবাইকে বাঁচাতে? এমন গল্প নিয়ে এগিয়ে যায় সিনেমাটি।
মুক্তির আগে থেকেই সিনেমাটি নিয়ে ভারতীয় তরুণ দর্শকের ব্যাপক আগ্রহ দেখা গেছে। আগামী শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তির পর বক্স অফিসে কেমন ফল করে ‘কিল’, সেটাই এখন দেখার।