এমি মনোনয়নে এগিয়ে কোন সিরিজ

‘সেভারেন্স’–এর দৃশ্য। আইএমডিবি

এমি মনোনয়নে চমক দেখাল অ্যাপল টিভি প্লাসের ‘সেভারেন্স’। গত মঙ্গলবার রাতে ঘোষণা করা হয় ৭৭তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসের মনোনয়ন। সেখানে সবচেয়ে বেশি ২৭টি বিভাগে মনোনয়ন পেয়েছে সাই-ফাই ড্রামা সিরিজটি।
এই তালিকার ঠিক পরেই রয়েছে এইচবিও ম্যাক্সের স্পিন-অব সিরিজ ‘দ্য পেঙ্গুইন’, যার ঝুলিতে এসেছে ২৪টি মনোনয়ন। তৃতীয় স্থানে রয়েছে দুটি ব্যঙ্গাত্মক সিরিজ—এইচবিও ম্যাক্সের ‘দ্য হোয়াইট লোটাস’ ও অ্যাপল টিভি প্লাসের ‘দ্য স্টুডিও’। দুটিই পেয়েছে ২৩টি মনোনয়ন। কমেডি বিভাগে ‘দ্য স্টুডিও’র পরেই রয়েছে ‘হ্যাকস’(১৪ মনোনয়ন) ও ‘দ্য বিয়ার’(১৩ মনোনয়ন)।

গত বছর ‘শোগান’ ১৮টি এমি জিতে ইতিহাস গড়েছিল। মনোনয়ন তালিকা দেখে বিশ্লেষকেরা মনে করছেন, এবার কোনো একক সিরিজ কর্তৃত্ব করবে না, বরং তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে।

‘সেভারেন্স’–এর দৃশ্য। আইএমডিবি

একটি বায়োটেক প্রতিষ্ঠানের কর্মীরা অস্ত্রোপচারের মাধ্যমে তাঁদের পেশাগত ও ব্যক্তিগত স্মৃতিকে আলাদা করে ফেলেছেন। এমন গল্প নিয়ে নির্মিত ‘সেভারেন্স’ মুক্তির পর থেকেই ব্যাপক আলোচিত হয়। ড্রামা সিরিজ বিভাগে ‘সেভারেন্স’কে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে ডিজনি প্লাসের ‘অ্যান্ডর’, নেটফ্লিক্সের ‘দ্য ডিপ্লোম্যাট’, এইচবিওর ‘দ্য লাস্ট অব আস’, ‘দ্য হোয়াইট লোটাস’, হুলুর ‘প্যারাডাইস’ ও অ্যাপলের ‘স্লো হর্সেস’-এর সঙ্গে।

‘দ্য হোয়াইট লোটাস’-এ এমি লু উড। ছবি: আইএমডিবি

ড্রামা সিরিজ বিভাগে অ্যাডাম স্কট ও নোয়া ওয়াইলের সঙ্গে সেরা অভিনেতার দৌড়ে রয়েছেন গ্যারি ওল্ডম্যান (‘স্লো হর্সেস’), পেদ্রো প্যাসকল (‘দ্য লাস্ট অব আস’) ও স্টার্লিং কে ব্রাউন (‘প্যারাডাইস’)।

ড্রামা সিরিজ বিভাগে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন ‘সেভারেন্স’-এর ব্রিট লোয়ার, ‘দ্য লাস্ট অব আস’-এর বেলা র‍্যামসি এবং ‘দ্য ডিপ্লোম্যাট’-এর কেরি রাসেল।
লিমিটেড সিরিজ বিভাগে ‘দ্য পেঙ্গুইন’ প্রতিদ্বন্দ্বিতা করছে এফএক্সের ‘ডাইং ফর সেক্স’ ও নেটফ্লিক্সের ‘অ্যাডোলেসেন্স’, ‘ব্ল্যাক মিরর’।

‘অ্যাডোলেসেন্স’-এর দৃশ্য। আইএমডিবি

‘অ্যাডোলেসেন্স’-এর নবাগত ওয়েন কুপার সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে মনোনয়ন পেয়েছেন। এমির ইতিহাসে তিনিই হলেন এই বিভাগে মনোনয়ন পাওয়া সর্বকনিষ্ঠ অভিনেতা।

নতুন কমেডি সিরিজের উত্থান
কমেডি বিভাগে নজর কাড়ছে ‘দ্য স্টুডিও’। হলিউড ইন্ডাস্ট্রিকে ব্যঙ্গ করে তৈরি এই সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করেছেন সেথ রোজেন। তিনি সিরিজটির লেখক ও প্রযোজকও বটে। ২৩টি মনোনয়ন বাগিয়েছে সিরিজটি।
আলোচনায় আছে ‘হ্যাকস’ও। একজন প্রবীণ কমেডিয়ান ও তাঁর সহকারীর টানাপোড়েনের গল্পের জন্য গত বছর সেরা কমেডি ও সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছিল। এবারও সেই বিভাগে এটি মনোনীত হয়েছে।

‘দ্য বিয়ার’ গত বছর এমি অ্যাওয়ার্ডসে গুরুত্বপূর্ণ পুরস্কার জিতেছিল। এবারও আলোচনায় আছে সিরিজটি।

আরও পড়ুন

এই তিন সিরিজ ছাড়াও সেরা কমেডি বিভাগে আলোচনায় আছে এবিসির ‘অ্যাবট এলিমেন্টারি’, নেটফ্লিক্সের রোমান্টিক কমেডি ‘নোব্যাডি ওয়ান্টস দিস’, হুলুর ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’, এফএক্স-এর ‘হোয়াট উই ডু ইন দ্য শ্যাডোজ’।
আগামী ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এবারের এমি অ্যাওয়ার্ডস।

তথ্যসূত্র: এএফপি