নতুন সিনেমা নিয়ে বাংলাদেশের প্রেক্ষাগৃহে অস্কারজয়ী অভিনেতা রাসেল ক্রো

‘দ্য পোপ’স এক্সরসিস্ট’ সিনেমার দৃশ্য
আইএমডিবি

গতকাল শুক্রবার সারা বিশ্বে অস্কারজয়ী অভিনেতা রাসের ক্রো অভিনীত সিনেমা ‘দ্য পোপ’স এক্সরসিস্ট’ মুক্তি পেয়েছে। একই সঙ্গে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে অতিপ্রাকৃত ভৌতিক ঘরানার এ সিনেমা। জুলিয়াস অ্যাভেরি পরিচালিত সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অস্কারজয়ী অভিনেতা রাসেল ক্রো।

ভূতপ্রেত ও ষড়যন্ত্রের গল্প উঠে আসবে ‘দ্য পোপ’স এক্সরসিস্ট’ সিনেমায়। যেখানে ফাদার অ্যামর্থ (রাসেল ক্রো) একটি পরিবারকে সাহায্য করতে এগিয়ে আসে। ওই পরিবারের অল্পবয়সী ছেলেটি এক ভূতের দ্বারা আবিষ্ট হয়েছে। শুরু হয় ভূতপ্রেত আর মানুষের লড়াই। এ লড়াইয়ে ফাদার অ্যামর্থ বুঝতে পারে, চোখের দেখা ছাড়া আরও অনেক কিছু আছে ঘটনার অন্তরালে। ক্যাথলিক চার্চের মধ্যে একটি অশুভ পৈশাচিক সত্তার উপস্থিতি ধামাচাপা দেওয়ার জন্য একটি দীর্ঘস্থায়ী ষড়যন্ত্র আবিষ্কার করে ফাদার অ্যামর্থ।

ইতালিয়ান পুরোহিত ও লেখক গ্যাব্রিয়েল অ্যামর্থের লেখা ‘অ্যান এক্সরসিস্ট টেলস হিজ স্টোরি অ্যান্ড অ্যান এক্সরসিস্ট: মোর স্টোরিজ’ বই থেকে ছবিটির গল্প।

আরও পড়ুন

এতে রাসেল ক্রো ছাড়াও অভিনয় করেছেন ড্যানিয়েল জোভাটো, অ্যালেক্স ইসো, ফ্রাঙ্কো নেরো প্রমুখ। ১৮ মিলিয়ন ডলার বাজেটে নির্মিত এই ছবির দৈর্ঘ্য ১০৩ মিনিট।

২০০১ সালে ‘গ্ল্যাডিয়েটর’ ছবিতে অভিনয়ের সুবাদে সেরা অভিনেতার অস্কার জিতেছিলেন এই হলিউড তারকা। এ ছাড়া তাঁর ‘আ বিউটিফুল মাইন্ড’, ‘৩:১০ টু ইউমা’, ‘লা মিসারাবেল’, ‘দ্য ইনসাইডার’, ‘ম্যান অব স্টিল’ কাঁপিয়েছিল বক্স অফিস। তাই রাসেল ক্রোর সিনেমা মানে দর্শকের প্রত্যাশাও একটু বেশি। এই সিনেমা নিয়েও দর্শকদের কৌতূহলের শেষ নেই। অন্যান্য সিনেমার মতো এই সিনেমাও বক্স অফিসে ঝড় তুলবে বলে আশা দর্শকদের।