মার্লোন ব্র্যান্ডোর অজানা অধ্যায়

আইকনিক সিনেমা ‘গডফাদার’–এ ভিটো কর্লিয়নি চরিত্রে অভিনয় করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়েছেন হলিউড অভিনেতা মার্লোন ব্র্যান্ডো। আজ শততম জন্মদিনে তাঁকে নিয়ে থাকল পাঁচ তথ্য।
১ / ৫
যুক্তরাষ্ট্রের ওমাহা শহরে জন্ম ও বেড়ে ওঠা মার্লোন ব্র্যান্ডোর। শৈশব থেকেই বেজায় ডানপিঠে ছিলেন তিনি, স্কুলে মারামারির অভিযোগ ছিল। শৃঙ্খলা ভঙ্গের দায়ে দুই স্কুল থেকে বহিষ্কৃত হয়েছিলেন তিনি। স্কুল ছাড়ার পর নিউইয়র্কে পাড়ি জমান ব্র্যান্ডো। সেখানে বোনের বাসায় ছিলেন তিনি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ৫
নিউইয়র্কে কঠিন সময় পার করেছেন তিনি। জীবিকার প্রয়োজনে কখনো লিফটম্যান, কখনো ওয়েটার কিংবা ফ্যাক্টরির নৈশপ্রহরীর কাজ করেছেন ব্র্যান্ডো
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ৫
এক অপেশাদার বক্সারের সঙ্গে বক্সিং করতে গিয়ে একবার তাঁর নাক ভেঙেছিল। পরে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে হয়েছিল ব্র্যান্ডোকে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ৫
গত শতকের চল্লিশের দশকে অভিনয়ে নাম লেখালেও খ্যাতি পেয়েছেন পঞ্চাশের দশকে। একের পর এক হিট সিনেমায় অভিনয় করে তারকাখ্যাতি পেয়েছিলেন তিনি। তবে ষাটের দশকে এসে তারকাখ্যাতি নিম্নগামী হতে থাকে। এর মধ্যে ‘গডফাদার’ সিনেমা করার পর পুনর্জন্ম ঘটে ব্র্যান্ডোর
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ৫
১৯৫৪ সালের ছবি ‘অন দ্য ওয়াটার ফ্রন্ট’। এই ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য অভিনেতা মার্লোন ব্র্যান্ডোকে দেওয়া হয়েছিল অস্কার। ১৯৭৩ সালেও দ্বিতীয়বার অস্কার পেয়েছিলেন এ অভিনেতা। দুটি অস্কার ট্রফিই হারিয়ে ফেলেছেন তিনি ২০০৪ সালে মারা গেছেন তিনি।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন