হলিউড–পারিশ্রমিকের শীর্ষে

বারবি চরিত্রে অভিনয়ের জন্য ১ কোটি ২৫ লাখ ডলার পারিশ্রমিক নিয়েছেন রবি
ছবি : সংগৃহীত

কিছুদিন আগেই অন্তর্জালে ঝড় তোলে মুক্তির অপেক্ষায় থাকা রোমান্টিক কমেডি ‘বারবি’তে রায়ান গসলিংয়ের লুক। তবে ২০২৩ সালে মুক্তির অপেক্ষায় থাকা ছবিটি নিয়ে চমকের সেখানেই শেষ নয়। এবার চমকে দিয়েছেন ছবির অভিনেত্রী মার্গট রবি। লুক দিয়ে নয়, পারিশ্রমিক দিয়ে। জানা গেছে, ছবিতে বারবি চরিত্রে অভিনয়ের জন্য ১ কোটি ২৫ লাখ ডলার পারিশ্রমিক নিয়েছেন তিনি। সাম্প্রতিক সময়ে অভিনয়শিল্পীদের পারিশ্রমিক নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে ভ্যারাইটি। সেখানেই উঠে এসেছে রবির পারিশ্রমিকের বিষয়টি।

২০২০ সালে ‘বার্ডস অব প্রে’ হিট হওয়ার পরেই নিজের পারিশ্রমিক ১ কোটি ডলার থেকে বাড়িয়ে ১ কোটি ২৫ লাখ করেছেন অভিনেত্রী
ছবি : সংগৃহীত

৩২ বছর বয়সী অস্ট্রেলিয়ান অভিনেত্রীর এই পারিশ্রমিক এই সময়ের অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে বেশি। জানা গেছে, ২০২০ সালে ‘বার্ডস অব প্রে’ হিট হওয়ার পরেই নিজের পারিশ্রমিক ১ কোটি ডলার থেকে বাড়িয়ে ১ কোটি ২৫ লাখ করেছেন অভিনেত্রী। ‘বারবি’র জন্য সহ–অভিনেতা রায়ান গসলিং পেয়েছেন রবির সমান পারিশ্রমিক। বহুপ্রতীক্ষিত ছবিটি মুক্তি পাবে ২০২৩ সালের ২১ জুলাই।

মার্গট রবি
ছবি : সংগৃহীত

রবি–ভক্তদের জন্য আরেকটি খবর—অস্ট্রেলিয়ার জনপ্রিয় টিভি সোপ অপেরা ‘নেইবারস’–এর শেষ পর্বে অভিনয় করবেন তিনি। ২০০৮ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত সোপটির ৩২৭টি পর্বে অভিনয় করেছিলেন রবি।

নপ্রিয় টিভি সোপ অপেরা ‘নেইবারস’–এর শেষ পর্বে অভিনয় করবেন রবি
ছবি : সংগৃহীত

তবে পারিশ্রমিক নিয়ে ভ্যারাইটির তালিকার সবচেয়ে চমক জাগানিয়া নাম মিলি ববি ব্রাউন। ‘স্ট্রেঞ্জার থিংস’খ্যাত এই অভিনেত্রী তাঁর নতুন ছবি ‘এনোলা হোমস’–এর জন্য নিয়েছেন ১ কোটি ডলার। অভিনয়শিল্পীদের পারিশ্রমিকের তালিকার শীর্ষে আছেন টম ক্রুজ। চলতি বছরের ২৭ মে ‘টপ গান: মাভেরিক’–এর কল্যাণে রীতিমতো উড়ছেন অভিনেতা। জানা গেছে, ছবির টিকিট বিক্রির আয়সহ ক্রুজের পারিশ্রমিক দাঁড়িয়েছে ১০ কোটি ডলার!