পোয়ারো এবার ভেনিসে

আ হন্টিং ইন ভেনিস সিনেমার দৃশ্য। ছবি: আইএমডিবি

বেঁটেখাটো গড়ন। আদতে বেলজিয়ান, প্রথম মহাযুদ্ধের পর শরণার্থী হিসেবে চলে আসেন ইংল্যান্ডে। নিজের মিলিটারি গোঁফ আর পোশাক নিয়ে বড্ড খুঁতখুঁতে। শেক্‌সপিয়ার থেকে ভুল উদ্ধৃতি দেন হামেশাই। পাঠক এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন, হচ্ছিল এরকুল পোয়ারোর কথা। ১৯২০ সালে আগাথা ক্রিস্টির কলমে আবির্ভাবের পর পেরিয়ে গেছে এক শ বছর। মঞ্চনাটক, টিভি সিরিজ, সিনেমা—এরকুল পোয়ারো নিয়ে দুনিয়াজুড়েই কাজ হয়েছে। যার সর্বশেষটি আ হন্টিং ইন ভেনিস মুক্তি পেয়েছে গত শুক্রবার।
আইরিশ অভিনেতা ও পরিচালক কেনেথ ব্রানা নানা ধরনের সিনেমায় অভিনয় করেছেন। পুরোপুরি বাণিজ্যিক ঘরানা থেকে সিরিয়াস—সব ধরনের সিনেমায় দেখা গেছে তাঁকে। পরিচালক হিসেবে শুরুর পরও তাঁর কাজে একই বৈচিত্র্য ধরে রেখেছেন।

২০১৭ সালে মার্ডার অন দ্য ওরিয়েন্ট এক্সপ্রেস দিয়ে বেলজিয়ান গোয়েন্দা এরকুল পোয়ারোকে নিয়ে সিনেমা বানাতে শুরু করেন। কেবল যে পরিচালনা করেছেন তা–ই নয়, পর্দায় ‘পোয়ারো’ চরিত্রে অভিনয় করেছেন কেনেথ ব্রানা নিজেই। পোয়ারো নিয়ে প্রথম সিনেমাই ব্যবসাসফল, আর কী চাই! এর পর থেকে নিয়মিত বিরতিতে এই গোয়েন্দাকে নিয়ে সিনেমা করছেন তিনি। গত বছর ডেথ অন দ্য নাইল-এর পর এবার তিনি হাজির আ হন্টিং ইন ভেনিস নিয়ে।
সিনেমাটি তৈরি হয়েছে ১৯৬৯ সালে প্রকাশিত আগাথা ক্রিস্টির উপন্যাস হ্যালোইন পার্টি থেকে। উপন্যাসটির প্রেক্ষাপট ছিল লন্ডন, তবে সিনেমাটিকে কেনেথ ব্রানা নিয়ে এসেছেন ভেনিসে। আগের দুই কিস্তির মতো পোয়ারোর চরিত্রে অভিনয়, পরিচালনা দুটোই সামলেছেন তিনি। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন কাইল অ্যালেন, ক্যামিলি কোটিন, জেমি ডরনাম, মিশেল ইয়ো। এই সিনেমায় অভিনয়ের জন্য পূর্বপ্রতিশ্রুত আরেকটি সিনেমা ছেড়ে দিয়েছেন অস্কারজয়ী অভিনেত্রী ইয়ো।

আ হন্টিং ইন ভেনিস সিনেমার দৃশ্য।
ছবি: আইএমডিবি

সিনেমার গল্প শুরু হয়েছে ১৯৪৭ সালে। দেখা যাবে সাবেক গোয়েন্দা পোয়ারো ভেনিসে এসে অবসরজীবন কাটাচ্ছেন। খাবার নিয়ে প্রচণ্ড উৎসাহী পোয়ারোর নিরুত্তাপ অবসর মন্দ কাটছে না। কিন্তু পোয়ারো আছেন, আর কোনো অঘটন ঘটবে না, তা–ই কি হয়! পুরোনো একটি খুনের মামলা সমাধানে মাঠে নামতে হয় তাঁকে। পরিচালক নিজে অবশ্য এটিকে পুরোপুরি গোয়েন্দা সিনেমা বলতে নারাজ। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, মন ভালো করা গোয়েন্দা সিনেমার বদলে ডার্ক সুপারন্যাচারাল থ্রিলার বানাতে চেয়েছেন তিনি।

গত শুক্রবার মুক্তির পর বিশ্বজুড়ে সমালোচকদের কাছে ইতিবাচক প্রতিক্রিয়াই পেয়েছে সিনেমাটি। সমালোচকেরা বুদ্ধিদীপ্ত চিত্রনাট্য, স্মার্ট পরিচালনা আর অভিনয়শিল্পীদের পারফরম্যান্সের প্রশংসা করেছেন। বক্স অফিসেও ভালো করছে ছবিটি। প্রথম তিন দিনেই ১ কোটি ৪৫ লাখ ডলার আয় করেছে।