ঢাকায় আসছে ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’

‘ডেডপুল অ্যান্ড উলভারিন’–এর দৃশ্য। আইএমডিবি

মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে হলিউড সিনেমা ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’। মুক্তির পর প্রথম তিন দিনে সিনেমাটি ২০৫ মিলিয়ন ডলার ব্যবসা করেছে, যা চলতি বছরের সর্বোচ্চ। এবার সিনেমাটি আসছে বাংলাদেশে। আগামীকাল স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি মুক্তি পাচ্ছে বলে মাল্টিপ্লেক্সটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গত ২৬ জুলাই আন্তর্জাতিকভাবে মুক্তি পায় ‘ডেডপুল’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি। মুক্তির শুরুতেই বক্স অফিসে ঝড় উঠে যায়। প্রথম দিন বিশ্বব্যাপী ৬ কোটি ৪৮ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৬০ কোটি ২৫ লাখ টাকা) আয় দিয়ে শুরু করা সিনেমাটি প্রথম সপ্তাহান্তে বিশ্বব্যাপী ৪৩৮ মিলিয়ন ডলার আয় তুলে নিয়েছে, যা বাংলাদেশি টাকায় ৫ হাজার কোটি টাকার বেশি।

‘ডেডপুল অ্যান্ড উলভারিন’–এর পোস্টার। আইএমডিবি

অর্থাৎ এরই মধ্যে ১০০ মিলিয়ন ডলার আয়ের মাইলফলক ছুঁয়েছে এটি। এখন পর্যন্ত ২০২৪ সালের সবচেয়ে বেশি উদ্বোধনী আয় করা হলিউড চলচ্চিত্র হিসেবে জায়গা করে নিয়েছে এই ছবি। এ ছাড়া হলিউড ষষ্ঠ বৃহত্তম উদ্বোধনী আয়ের রেকর্ডও গড়েছে।

এদিকে ভারতীয় বক্স অফিসেও বেশ দাপটের সঙ্গে চলছে সিনেমাটি। ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ প্রথম চার দিনেই ৭২ কোটি রুপির বেশি আয় করেছে।

‘ডেডপুল অ্যান্ড উলভারিন’-এ এমা করিন। এক্স থেকে

বাণিজ্য বিশ্লেষকদের মতে, চলতি বছর সবচেয়ে বেশি আয় করা হলিউড সিনেমার তালিকায় জায়গা করে নেবে ‘ডেডপুল ৩’। শন লেভির পরিচালনায় ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ৩৪তম ও ‘ডেডপুল’ সিরিজের তৃতীয় চলচ্চিত্র। এতে অভিনয় করেছেন রায়ান রেনল্ডস, হিউ জ্যাকম্যান, রেট রিজ, এমা করিন প্রমুখ।

ছবির অন্যতম আকর্ষণ হিউ জ্যাকম্যান ও রায়ান রেনল্ডসের জুটি। এই জুটির পারফরম্যান্স প্রশংসিত হচ্ছে সবচেয়ে বেশি। অবশ্য এটিই ছিল সিনেমার মূল আগ্রহের জায়গা। কেননা রায়ান রেনল্ডস অনেক আগেই ডেডপুল হিসেবে অপ্রতিরোধ্য।

আরও পড়ুন

অন্যদিকে উলভারিন হিসেবে হিউ জ্যাকম্যানের তুলনা নেই। সিনেমাসংশ্লিষ্ট অনেকেই ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’–এর প্রশংসা করেছেন। এ ছাড়া সিনেমাটিতে অতিথি চরিত্রও চমকে দিয়েছে দর্শকদের।