এক সপ্তাহে সিরিজটি দেখা হয়েছে ১৭ কোটি ৩৯ লাখ ঘণ্টা

নেটফ্লিক্সে সর্বাধিক দেখা সিরিজটি এখনো রেকর্ড গড়ে যাচ্ছে। এক মাস আগে মুক্তি পাওয়া সিরিজটি এখনো দর্শকদের পছন্দের শীর্ষে রয়েছে। গত সপ্তাহে নেটফ্লিক্সের শীর্ষে থাকা ১০টি সিরিজ কত ঘণ্টা দেখা হয়েছে, সে তালিকা দেখুন ছবিতে—
১ / ১০
‘ফায়ারফ্লাই লেন’ এ তালিকায় ১০ নম্বরে রয়েছে। এটি দেখা হয়েছে ১০.৬৬ মিলিয়ন ঘণ্টা। ছবি: সংগৃহীত
২ / ১০
১০.৭৮ মিলিয়ন ঘণ্টা দেখা ‘ডোন্ট পিক আপ দ্য ফোন’ এ তালিকায় ৯ নম্বরে রয়েছে। ছবি: সংগৃহীত
৩ / ১০
‘দ্য ক্রাউন’ দেখা হয়েছে ১৩.২ মিলিয়ন ঘণ্টা। এটি তালিকায় ৮ নম্বরে রয়েছে। ছবি: সংগৃহীত
৪ / ১০
‘১৮৯৯’ দেখা হয়েছে ১৭.৮৫ মিলিয়ন ঘণ্টা। এটি দর্শকদের দেখা সেরা তালিকায় ৭ নম্বরে রয়েছে। ছবি: সংগৃহীত
৫ / ১০
‘ফায়ারফ্লাই লেন’ সিজন-২ এ তালিকায় ৬ নম্বরে রয়েছে। এটি দেখা হয়েছে ২৬.৫৭ মিলিয়ন ঘণ্টা। ছবি: সংগৃহীত
৬ / ১০
অ্যানিমেশন সিরিজ ‘সনিক প্রাইম’ দেখা হয়েছে ২৭.৭২ মিলিয়ন ঘণ্টা। এটি ৫ নম্বরে রয়েছে। ছবি: সংগৃহীত
৭ / ১০
‘টু হট টু হ্যান্ডেল’–এর চতুর্থ সিজন দেখা হয়েছে ৩৭ মিলিয়ন ঘণ্টা। এটি ৪ নম্বর তালিকায় রয়েছে। ছবি: সংগৃহীত
৮ / ১০
গত সপ্তাহে ‘দ্য রিক্রুট’ দেখা হয়েছে ৫২.৩ মিলিয়ন ঘণ্টা। তালিকায় ৩ নম্বরে রয়েছে। ছবি: সংগৃহীত
৯ / ১০
৯৭.৭১ মিলিয়ন ঘণ্টা ভিউ নিয়ে তালিকার দুইয়ে রয়েছে ‘হ্যারি অ্যান্ড মেগান’। ছবি: সংগৃহীত
১০ / ১০
এদিকে নেটফ্লিক্সের ‘ওয়েনসডে’ সিরিজের প্রথম সিজন একের পর এক বাজিমাত করে যাচ্ছে। গত সপ্তাহে সিরিজটি ১৭৩.৯৬ মিলিয়ন ঘণ্টা দেখা হয়েছে। এই ঘণ্টা বছরের হিসাবে দাঁড়াবে ১৯ হাজার ৮৫৮ বছর। ছবি: সংগৃহীত