হলিউডে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে হলিউড অভিনেতার মৃত্যু

লেসলি জর্ডান মারা গেছেন
ছবি: ইনস্টাগ্রাম

হাতে ছিল একটি ছবি। ‘রন’ নামের সেই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করার কথা ছিল হলিউড অভিনেতা লেসলি জর্ডানের। চরিত্রের জন্য প্রস্তুতিও নিচ্ছিলেন। কদিন আগেই পরিচালক বেন আইজনার গণমাধ্যমে জানিয়েছিলেন, শিগগির শুটিং শুরু হবে। এমন বার্তায় জোরেশোরে প্রস্তুতি নেওয়া জর্ডানের আর কোনো দিন শুটিং করা হবে না। গতকাল সোমবার সকাল ৯টা ৩৮ মিনিটে গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন এই অভিনেতা। এই কৌতুক অভিনেতা ও গায়কের বয়স হয়েছিল ৬৭ বছর। তাঁর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন এজেন্ট ডেভিড শৌল।

লেসলি জর্ডান
ছবি: ইনস্টাগ্রাম

ভ্যারাইটির বরাত দিয়ে জানা যায়, গত সোমবার সকালে জর্ডান হলিউডের ভেতর দিয়ে গাড়ি চালিয়ে আসছিলেন। এমন সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর গাড়িটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মারাত্মক আঘাত পান। পরে ফায়ার সার্ভিসের বাহিনী তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে যাওয়ার পর চিকিৎসকেরা তাঁকে স্পন্দনহীন এবং শ্বাসপ্রশ্বাসহীনভাবে পান। জানা যায়, আগে থেকেই তাঁর শারীরিক জটিলতা ছিল। ডেভিড শৌল বলেন, ‘দুনিয়াটা আজকে অনেক বেশি অন্ধকার মনে হচ্ছে আমাদের ভালোবাসা, আমাদের আলোকিত করা লেসলি জর্ডানকে ছাড়া। সে শুধু অনেক বড় প্রতিভার অধিকারী নয়, সে কাজের প্রতি ছিল অন্তঃপ্রাণ। জাতির জন্য অন্যতম কঠিন সময়ে কাজ করে গেছে সে।’

লেসলি জর্ডান
ছবি: ইনস্টাগ্রাম

লেসলি জর্ডানের নামের আগে সবচেয়ে বেশি ব্যবহার হয় ‘উইল অ্যান্ড গ্রেস’খ্যাত অভিনেতা। কমেডি এই সিরিজে অভিনয় করে ২০০৬ সালে তিনি জিতেছিলেন ক্যারিয়ারের একমাত্র এমি পুরস্কার। জর্ডান ‘আমেরিকান হরর স্টোরি’তে অভিনয় করেও জনপ্রিয়তা পেয়েছিলেন। ১৯৮৬ সালে তিনি ‘দ্য ফল গাই’ টেলিভিশন সিরিজের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন। দীর্ঘ ক্যারিয়ারে ‘হার্টস আফায়ার’, ‘দ্য হেল্প’, ‘দ্য কুল কিডস’, ‘কল মি ক্যাট’সহ একাধিক কাজ তাঁকে ক্যারিয়ারে অন্য উচ্চতায় নিয়ে গেছে।

‘উইল অ্যান্ড গ্রেস’ এর একটি দৃশ্যে সহ অভিনেতার সঙএ জর্ডান
ছবি: ইনস্টাগ্রাম

সিনেমা, টেলিভিশন সিরিজে অভিনয় করে প্রশংসা পেলেও করোনার মধ্যে জর্ডান নতুন প্রজন্মের দর্শকদের কাছে সবচেয়ে বেশি আলোচনায় আসেন। ২০২০ সালের করোনার শুরু থেকে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিদিন একাধিক হাস্যরসাত্মক ভিডিও পোস্ট করতেন। এর উদ্দেশ্য থাকত, করোনার মধ্যে মানুষকে বিনোদন দেওয়া। এই ভিডিওগুলোর কারণে তাঁর অনুসারী বহুগুণে বেড়ে যায়। ইনস্টাগ্রামে তাঁর অনুসারী ৫ দশমিক ৯ মিলিয়ন। ২০২১ সালে জর্ডান ‘কোম্পানিজ কোমিন’ নামে অ্যালবাম মুক্তি দেন। ১৯৫৫ সালে ২৯ এপ্রিল যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে তার জন্ম। তার উচ্চতা ছিল ৪ ফিট ১১ ইঞ্চি।