গোল্ডেন গ্লোবে ‘এমিলিয়া পেরেজ’ আর ‘শোগান’-এর রাত
সমালোচকদের প্রায় সব অনুমানই সত্যি হয়েছে। চলচ্চিত্র আর টেলিভিশন বিভাগে সর্বোচ্চ পুরস্কার জিতেছে ‘এমিলিয়া পেরেজ’ আর ‘শোগান’। তবে এবারের গোল্ডেন গ্লোব যেন ইতিহাসের গন্ধমাখা। বড় প্রায় সব পুরস্কারের সঙ্গেই জড়িয়ে আছে ইতিহাস।
মেক্সিকোর মাদকসম্রাটের গল্প
মেক্সিকোর কুখ্যাত এক মাদকসম্রাট ফন্দি করে, অস্ত্রোপচার করে নারীতে রূপান্তরিত হবে। এমন গল্প নিয়ে ফরাসি নির্মাতা জ্যাক অঁদিয়ার বানিয়েছেন ‘এমিলিয়া পেরেজ’। শুরুতে তত আলোচনা না হলেও গত বছর কান উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার পাওয়ার পর থেকেই ছবিটি নিয়ে আগ্রহ তৈরি হয়। পরে গোল্ডেন গ্লোবে সর্বোচ্চ ১০ ও বাফটায় সর্বোচ্চ ১৫টি মনোনয়ন পায় মিউজিক্যালটি সিনেমাটি। মনোনয়নের মতোই গোল্ডেন গ্লোবের মূল আসরেও সর্বোচ্চ চার পুরস্কার জিতেছে ‘এমিলিয়া পেরেজ’।
মিউজিক্যাল ও কমেডি বিভাগে সেরা সিনেমা ছাড়াও পেয়েছে আরও গুরুত্বপূর্ণ তিন পুরস্কার। এ ছবিতে আইনজীবী রিটা চরিত্রে অভিনয় করে পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রী হয়েছেন জোয়ি সালডানা। ‘গোল্ডেন গ্লোবের ভোটার, আমার পরিচালক আর দুর্দান্ত সব সহকর্মীর প্রতি কৃতজ্ঞতা,’ পুরস্কার জয়ের পর এভাবেই প্রতিক্রিয়া জানান তিনি। কানের পর গোল্ডেন গ্লোবেও পুরস্কার পেলেন জোয়ি, নিশ্চিতভাবেই এখন অস্কারে নিবদ্ধ থাকবে তাঁর দৃষ্টি।
‘দ্য ব্রুটালিস্ট’ও আছে
হাঙ্গেরির গণহত্যা থেকে বেঁচে যাওয়া এক তরুণ স্থপতির গল্প নিয়ে দ্য ব্রুটালিস্ট। ব্র্যাডি করবেটের ব্যাপক প্রশংসিত ছবিটি জিতেছে তিন গুরুত্বপূর্ণ পুরস্কার। ড্রামা ঘরানার সেরা ছবি, অভিনেতা (অ্যাড্রিয়েন ব্রডি) ও পরিচালকের পুরস্কার ঘরে তুলেছে ‘দ্য ব্রুটালিস্ট’। ‘ইতিহাস খুঁড়ে কেউ আমাকে সেই ১৯৪০ সালের গল্প তুলে আনতে বলেনি; বরং বলা হয়েছিল, সাড়ে তিন ঘণ্টার এ ছবি কেউ দেখতে আসবে না,’ পুরস্কার জয়ের পর বলেন করবেট।
২০০২ সালে ‘দ্য পিয়ানিস্ট’-এর জন্য ২৯ বছর বয়সে সর্বকনিষ্ঠ অভিনেতা হিসেবে অস্কার জেতেন ব্রডি। এরপর সাম্প্রতিক সময়ে বলার মতো তেমন কোনো কাজ নেই। এ সিনেমা দিয়ে সেরা অভিনেতার পুরস্কার জেতা ব্রডির জন্যও তাই অন্য রকম ফেরা। ‘দ্য ব্রুটালিস্ট’-এর মতো রোমান পোলানস্কির সে ছবিতেও এক ইহুদির চরিত্রের অভিনয় করেছিলেন, যে গণহত্যা থেকে বাঁচার চেষ্টা করছে!
জাপানি ঝড়
চলচ্চিত্রের মতো টিভি বিভাগের পুরস্কারেও ইতিহাসের গন্ধ। সর্বোচ্চ চার পুরস্কার পাওয়া সিরিজ ‘শোগান’-এর পটভূমি যে সতেরো শতকের জাপান! অনেক সমালোচকের মতে, এটি গত বছরের সেরা সিরিজ। এফএক্স ও হুলুর সিরিজটি ৭৬তম প্রাইমটাইম এমিতে ১৮টি পুরস্কার জিতে আগেই ইতিহাসে ঢুকে গেছে। এ সিরিজ দুটি কারণে অভাবনীয়।
সিরিজে নামী মুখের চেয়ে তুলনামূলক অপরিচিত শিল্পীরা কাজ করেছেন, এ ছাড়া সিরিজটি প্রায় জাপানি ভাষাতেই নির্মিত হয়েছে। তাই সমালোচকদের বাইরে সাধারণ দর্শকের কাছে ‘শোগান’-এর জনপ্রিয়তায় অনেকে অবাক হয়েছিলেন। ‘শোগান’-এ অভিনয় করে ড্রামা ক্যাটাগরিতে সেরা অভিনেতা ও অভিনেত্রী হয়েছেন হিরোয়ুকি সানাডা ও আনা সাওয়াই।
আরও যত চমক
ফিরনান্দা তোরেজের নাম আপনি না–ও শুনে থাকতে পারেন। ব্রাজিলিয়ান এই অভিনেত্রীর মায়ের নামও জানার কথা নয়। চলচ্চিত্র বিভাগের ড্রামা ক্যাটাগরিতে সেরা অভিনেত্রী হয়েছেন তোরেজ। অ্যাঞ্জেলিনা জোলি, নিকোল কিডম্যান, কেট উইন্সলেট, টিলডা সুইনটন, পামেলা অ্যান্ডারসনকে হারিয়ে তাঁর পুরস্কার জেতা চমকজাগানিয়া বটে। আরও অবাক হবেন, যখন জানবেন, ঠিক ২৬ বছর আগে তাঁর মা ফিরনান্দা মন্টিনিগ্রোও এই একই বিভাগে গোল্ডেন গ্লোবে মনোনয়ন পেয়েছিলেন! মা না পারলেও মেয়ে পেরেছেন, তাই মঞ্চে পুরস্কার নেওয়ার সময় স্বভাবতই আবেগাপ্লুত হয়ে পড়েন ফিরনান্দা তোরেজ।
মিউজিক্যাল ও কমেডি ক্যাটাগরিতে সেরা অভিনেত্রী হওয়াটাও ডেমি মুরের জন্য স্মরণীয় হয়ে থাকবে! ৬২ বছর বয়সী এই অভিনেত্রী এর আগে বলার মতো তেমন কোনো পুরস্কারই জেতেননি। গত বছরের আলোচিত ছবি ‘দ্য সাবস্ট্যান্স’-এর জন্য পুরস্কার জিতে ডেমি বলেন, ‘আমি আশাই করিনি, এটা বড় একটা ধাক্কা। ৪৫ বছরের বেশি সময় ধরে কাজ করছি, সেভাবে পুরস্কার পাইনি। সবার প্রতি কৃতজ্ঞতা।’
বাগ্দানের গুঞ্জন
এবারের গোল্ডেন গ্লোবে সবচেয়ে চর্চিত হয়েছে অভিনেত্রী জেনডায়ার বাগ্দান। জেনডায়ার বাগ্দানের গুঞ্জন চাউর হওয়ার কারণ তাঁর আঙুলের আংটি। লালগালিচায় অভিনেত্রীর হাতে আংটি দেখে অনেকেই ধারণা করেন, টম হল্যান্ডের সঙ্গে হয়তো বাগ্দান সেরে ফেলেছেন তিনি। তবে দুই তারকার কেউই এ বিষয়ে মুখ খোলেননি। জানা গেছে, ৪৮ ক্যারেট হীরার আংটির দাম ২ লাখ মার্কিন ডলার বা ২ কোটি ৪২ লাখ টাকা।
একনজরে ৮২তম গোল্ডেন গ্লোব পুরস্কার
চলচ্চিত্র
সেরা চলচ্চিত্র (মিউজিক্যাল ও কমেডি)
‘এমিলিয়া পেরেজ’
সেরা চলচ্চিত্র (ড্রামা)
‘দ্য ব্রুটালিস্ট’
সেরা অ-ইংরেজিভাষী চলচ্চিত্র
‘এমিলিয়া পেরেজ’, ফ্রান্স
সেরা অভিনেতা (মিউজিক্যাল ও কমেডি)
সেবাস্তিয়ান স্ট্যান, ‘আ ডিফারেন্ট ম্যান’
সেরা অভিনেত্রী (মিউজিক্যাল ও কমেডি)
ডেমি মুর, ‘দ্য সাবস্ট্যান্স’
সেরা অভিনেতা (ড্রামা)
অ্যাড্রিয়েন ব্রডি, ‘দ্য ব্রুটালিস্ট’
সেরা অভিনেত্রী (ড্রামা)
ফিরনান্দা তোরেজ, ‘আই অ্যাম স্টিল হেয়ার’
সেরা পরিচালক
ব্র্যাডি করবেট, ‘দ্য ব্রুটালিস্ট’
সেরা চিত্রনাট্য (চলচ্চিত্র)
পিটার স্ট্রহেন, ‘কনক্লেভ’
সেরা পার্শ্ব অভিনেতা (চলচ্চিত্র)
কিরান কালকিন, ‘আ রিয়েল পেইন’
সেরা পার্শ্ব অভিনেত্রী (চলচ্চিত্র)
জোয়ি সালডানা, ‘এমিলিয়া পেরেজ’
সেরা মৌলিক গান (চলচ্চিত্র)
‘এল মাল’, ‘এমিলিয়া পেরেজ’
সেরা অ্যানিমেশন চলচ্চিত্র
‘দ্য ওয়াইল্ড রোবট’
টেলিভিশন
সেরা সিরিজ (ড্রামা)
‘শোগান’
সেরা সিরিজ (মিউজিক্যাল ও কমেডি)
‘হ্যাকস’
সেরা অভিনেতা (ড্রামা)
হিরোয়ুকি সানাডা, ‘শোগান’
সেরা অভিনেত্রী (ড্রামা)
আনা সাওয়াই, ‘শোগান’
সেরা অভিনেতা (মিউজিক্যাল ও কমেডি)
জেরেমি অ্যালেন হোয়াইট, ‘দ্য বিয়ার’
সেরা অভিনেত্রী (মিউজিক্যাল ও কমেডি)
জিন স্মার্ট, ‘হ্যাকস’
সেরা লিমিটেড সিরিজ/অ্যানথোলজি সিরিজ/টেলিছবি
‘বেবি রেইন্ডার’