গোল্ডেন গ্লোবে সেরা সিনেমা, সিরিজ কোনগুলো, কোথায় দেখা যাবে

ওপেনহেইমার–এর দৃশ্য। ছবি: আইএমডিবি

শেষ হলো গোল্ডেন গ্লোবের ৮১তম আসর। হলিউডের অন্যতম এই পুরোনো পুরস্কার দিয়েই শুরু হলো এবারের পুরস্কারের মৌসুম। এই আসরে একাধিক রেকর্ড আর সেরা সিনেমার দিকে চোখ ছিল সিনেমা ও সিরিজপ্রেমীদের। পুরস্কার জয়ের পর অনেক দর্শক সেরা শাখার সিনেমাগুলো খুঁজছেন। কারণ, গোল্ডেন গ্লোবের বিচারকদের চোখে সিনেমাগুলো দেখে নেওয়া চাই।

গোল্ডেন গ্লোব পুরস্কারে এ বছর শুরু থেকে আলোচনায় ছিল ‘বার্বি’ সিনেমা। কিন্তু শেষ মুহূর্তে হিসাব বদলে গেল। ‘বার্বি’র সঙ্গে একই দিনে মুক্তি পাওয়া ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহেইমার’ বাজিমাত করেছে। সিনেমাটি বেস্ট মোশন পিকচার ড্রামা বিভাগে সেরা হয়েছে। ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহেইমার’ সিনেমাটি আণবিক বোমার স্রষ্টা রবার্ট ওপেনহেইমারকে নিয়ে। এ শাখায় আরও মনোনয়ন পেয়েছিল ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’, ‘মায়েস্ট্রো’, ‘পাস্ট লাইভস’, ‘দ্য জোন অব ইন্টারেস্ট’, ‘অ্যানাটমি অব আ ফল’ সিনেমাগুলো। ‘ওপেনহেইমার’ দেখা যাচ্ছে অ্যামাজন প্রাইম ভিডিওতে। অন্যদিকে সিনেমাটিক অ্যান্ড বক্স অফিস অ্যাচিভমেন্ট বিভাগে পুরস্কার জিতেছে ‌‘বার্বি’। এ ছবি দেখা যাচ্ছে জিও সিনেমাতে।

‘পুওর থিংস’ সিনেমার একটি দৃশ্য। ছবি: আইএমডিবি

গত বছর থেকে আলোচনায় ছিল ‘পুওর থিংস’ সিনেমা। কারণ, সিনেমাটি ভেনিস চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমার পুরস্কার পেয়েছিল। ইয়োর্গস লান্থিমোসের ‘পুওর থিংস’ যে গোল্ডেন গ্লোবে কঠিন প্রতিযোগিতা করবে, সেটা আগে থেকেই আঁচ করা গিয়েছিল। অবশেষে বেস্ট মোশন পিকচার মিউজিক্যাল অর কমেডি বিভাগে সেরা সিনেমার পুরস্কার জিতে নিয়েছে সিনেমাটি। গত ডিসেম্বরে মুক্তি পাওয়া সিনেমাটি এখনো ওটিটিতে মুক্তি পায়নি। আগামী মার্চ বা এপ্রিলে সিনেমাটি হুলুতে দেখা যাবে।
হঠাৎ রহস্যজনকভাবে একজন মারা যান। ঘটনা নিয়ে শুরু হয় তদন্ত। প্রশ্ন এটি কি হত্যাকাণ্ড? ঘটনার বেশ কিছু সূত্র মেলে। সেই সূত্রগুলো নিহত ব্যক্তির লেখিকা স্ত্রীর দিকেই সন্দেহের তির ছুড়ে দেয়। তারপর এই সিনেমা দর্শকদের নিয়ে যায় কোর্ট রুমে। সেখানে সিনেমার মূল অভিনেত্রী জান্দ্রা হলার ওপর নজর রাখেন দর্শক। ঘুরপাক খেতে থাকে একটি প্রশ্ন, এটা খুন নাকি আত্মহত্যা? মানবীয় এক সত্যের মুখোমুখি করে দর্শকদের। সিনেমার নাম ‘অ্যানাটমি অব আ ফল’। সিনেমাটি গত বছর কান উৎসবে স্বর্ণপাম পুরস্কার জয় করে আলোচনায় আসে। জাস্টিন ত্রিয়েত পরিচালিত এ সিনেমা এবার গোল্ডেন গ্লোবের বেস্ট পিকচার (নন-ইংলিশ ল্যাঙ্গুয়েজ) বিভাগ পুরস্কার জিতেছে। অক্টোবরে মুক্তি পাওয়া সিনেমাটি অ্যাপল টিভি প্লাস ও অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখা যাচ্ছে।

আরও পড়ুন
‘সাকসেশন’–এর একটি দৃশ্য
আইএমডিবি

টেলিভিশন দুনিয়ার সাড়াজাগানো সিরিজ ‘সাকসেশন’। সিরিজটি শুরু হওয়ার পর থেকে পুরস্কার পাওয়া যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। সেই ধারাবাহিকতায় এবার গোল্ডেন গ্লোবে চারটি শাখায় বাজিমাত করেছে। এটি টেলিভিশন সিরিজ ড্রামা শাখায় সেরা হয়েছে। টেলিভিশন এই সিরিজ নিয়ে দর্শকদের আগ্রহ সবচেয়ে বেশি। সিরিজটি দেখা যাবে এইচবিও ম্যাক্সে। ‘১৯২৩ ’, ‘দ্য ক্রাউন’, ‘দ্য ডিপ্লোম্যাট’, ‘দ্য লাস্ট অব আস’, ‘দ্য মর্নিং শো’র সঙ্গে ‘সাকসেশন’কে প্রতিযোগিতা করতে হয়েছে।

‘বিফ’ সিরিজের একটি দৃশ্য। ছবি: আইএমডিবি

বেস্ট লিমিটেড সিরিজ, অ্যান্থোলজি সিরিজ অর আ মোশন পিকচার মেড ফর টেলিভিশন হয়েছে ‘বিফ’। কমেডি ও ড্রামা ঘরানার এই সিরিজ এর আগে তিনটি প্রাইমটাইম এমি পুরস্কার জিতেছে। যে কারণে আগে থেকে ধারণা করা যাচ্ছিল গোল্ডেন গ্লোবে বাজিমাত করবে ‘বিফ’। গত বছর এপ্রিলে এই লিমিটেড সিরিজ মুক্তি পায়। সিরিজটি আইএমডিবি রেটিং ৮। সিরিজটি পরিচালনা করছেন লি সুং জিন। সিরিজটি নেটফ্লিক্সে দেখা যাচ্ছে।

‘দ্য বয় অ্যান্ড দ্য হিরন’ সিরিজের একটি দৃশ্য। ছবি: আইএমডিবি

মাহিতো নামের এক কিশোর যুদ্ধে তার মাকে হারায়। এরপর সে চলে যায় গ্রামের বাড়ি। সেখানে একের পর এক রহস্যজনক ঘটনার সম্মুখীন হয়। ঘটনাগুলো তাকে গভীর অরণ্যে নিয়ে যায়। এর মধ্যে নিরুদ্দেশ হয়ে যায় তার সৎমা। এত সব ঘটনার মধ্যেই হিরন নামের এক যুবকের সঙ্গে মাহিতোর পরিচয়। নানা ঘটনার মধ্যে এই দুই কিশোর নতুন রহস্যের খোঁজ পায়। শুরু হয় জীবন বাজি রেখে তাদের নতুন অভিযান। এমন গল্প নিয়ে বেস্ট মোশন পিকচার অ্যানিমেশন বিভাগে সেরা সিনেমার পুরস্কার পেয়েছে ‘দ্য বয় অ্যান্ড দ্য হিরন’। সিনেমাটি পরিচালক হায়ো মিয়াজাকির জীবনের কিছু ঘটনা থেকে অনুপ্রাণিত। সিনেমাটি ডিসেম্বরে মুক্তি পেয়েছে। আপাতত অ্যানিমেশনটি সিনেমা প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে, পরে মুক্ত পাবে ওটিটি প্ল্যাটফর্মে।