নিখোঁজের এক সপ্তাহ পরে ২৭ বছর বয়সী অভিনেতার মরদেহ উদ্ধার

তরুণ অভিনেতা কোল ব্রিংস প্লেন্টি। ছবি: আইএমডিবি

গত সপ্তাহে নিখোঁজ হয়েছিলেন তরুণ অভিনেতা কোল ব্রিংস প্লেন্টি। ‘হারানো সংবাদ’ শিরোনাম হয়েছিলেন এই অভিনেতা। অবশেষে ক্যানসাস অঙ্গরাজ্য থেকে এই অভিনেতার লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ২৭ বছর। এই অভিনেতার মৃত্যুর তথ্য গণমাধ্যমে জানিয়েছে তাঁর চাচা মো ব্রিংস প্লেন্টি ও লরেন্স পুলিশ ডিপার্টমেন্ট। তথ্য: ভ্যারাইটি

তরুণ অভিনেতা কোল ব্রিংস প্লেন্টি। ছবি: আইএমডিবি

কোল এবং মো একসঙ্গে ‘ইয়েলোস্টোন’ সিরিজে অভিনয় করেছেন। নিখোঁজের পর থেকেই তিনি ইনস্টাগ্রামে একাধিক পোস্ট করেছেন কোলকে খুঁজে পেতে। পোস্টগুলোতে তিনি এই তরুণ অভিনেতাকে খুঁজতে লরেন্স পুলিশ ডিপার্টমেন্ট ও তাঁদের কমিউনিটির সদস্যদের কাছে আহ্বান জানান।

লরেন্স পুলিশ থেকে গত মঙ্গলবার বলা হয়, কোল পারিবারিক সহিংসতার সঙ্গে জড়িয়ে ছিলেন। এ সময় লরেন্স পুলিশ বিভাগ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘গত রোববার একটি অ্যাপার্টমেন্ট থেকে কোলের ব্যাপারে অভিযোগ আসে। সেদিন এক নারী চিৎকার করে সহায়তা চান। সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ যায়। কিন্তু এই তরুণকে পাওয়া যায়নি। পুলিশ আসার আগেই তিনি পালান। পরে তাঁকে ট্রাফিক ক্যামেরায় শহর ছেড়ে সাউথবন্ডের দিকে যেতে দেখা যায়।’

তরুণ অভিনেতা কোল ব্রিংস প্লেন্টি। ছবি: আইএমডিবি

তাঁর বিরুদ্ধে সুস্পষ্ট কী অভিযোগ ছিল সেটা জানা যায়নি। পুলিশ আবারও গণমাধ্যমে জানায়, ‘আমরা তাঁকে সন্দেহভাজন হিসেবে খুঁজছি। তাঁকে গ্রেপ্তারের যথাযথ কারণ ছিল। এ জন্য সতর্কতাও জারি করা হয়েছিল।’

এ তরুণ অভিনেতা টেলিভিশন সিরিজ ‘ইয়েলোস্টোন ১৯২৩’, ‘ইন্টো দ্য ওয়াইল্ড ফ্রন্টার’সহ বেশ কিছু সিরিজে অভিনয় করে পরিচিতি পাচ্ছিলেন। অভিনয়ের পাশাপাশি তিনি পড়াশোনা করতেন।