ক্রিস্টিনা শার্লট হিরশের বয়স তখন ১৪ কি ১৫, মার্কিন অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা ওয়ারেন বেটির ৩৫ বছর। এক সিনেমার সেটে তাঁদের পরিচয়। সেদিন ওয়ারেন ক্রিস্টিনার সৌন্দর্যের প্রশংসা করেন। এরপর তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। ক্রিস্টিনা ভেবেছিলেন, তাঁদের মধ্যে একটা ভালো রোমান্টিক সম্পর্ক গড়ে উঠছে। কিন্তু ওয়ারেন নিজের তারকাখ্যাতির অপব্যবহার করে ক্রিস্টিনার সঙ্গে জোরপূর্বক যৌন সম্পর্ক গড়ে তোলেন বলে অভিযোগ করেছেন ক্রিস্টিনা। খবর ভ্যারাইটির।
ঘটনাটি ১৯৭৩ সালের। গত সোমবার লস অ্যাঞ্জেলেস সুপিরিয়র কোর্টে ওয়ারেনের বিরুদ্ধে জোরপূর্বক যৌন সম্পর্ক স্থাপনের অভিযোগে মামলা করেন ক্রিস্টিনা। তবে অভিযোগপত্রে সরাসরি বেটির নাম উল্লেখ করা হয়নি। বলা হয়েছে, ‘বনি অ্যান্ড ক্লাইড’ সিনেমার জন্য অস্কার মনোনীত অভিনেতা; যা সরাসরি বেটিকে বোঝায়। মামলায় অভিযোগ করা হয়েছে, যৌন নিপীড়নের কারণে তিনি গুরুতর মনস্তাত্ত্বিক, শারীরিক ও মানসিক যন্ত্রণায় ভুগছিলেন। এ জন্য ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি।
এ প্রসঙ্গে ওয়ারেন বেটি বা তাঁর কোনো প্রতিনিধির বক্তব্য এখনো পাওয়া যায়নি।
ওয়ারেন বেটি ছয় দশকের বেশি সময় ধরে চলচ্চিত্রে কাজ করছেন। অভিনয়, পরিচালনা, চিত্রনাট্য—সব ক্ষেত্রেই নিজের মুনশিয়ানা দেখিয়েছেন।
এখন পর্যন্ত ১৫ বার অস্কার মনোনয়ন পেয়েছেন তিনি। ১৯৮১ সালে ‘রেডস’ ছবির জন্য সেরা পরিচালক হিসেবে অস্কার জেতেন।
বেটি সর্বশেষ ২০১৬ সালে ‘রুলস ডোন্ট অ্যাপ্লাই’ নামে সিনেমা পরিচালনা করেন।