এই এমাকে কে চিনত

‘ডেডপুল অ্যান্ড উলভারিন’-এর প্রচারে এমা করিন। রয়টার্স

আগে বলার মতো কিছু করেননি। সেই এমা করিনকেই যখন নেটফ্লিক্সের আলোচিত সিরিজ ‘দ্য ক্রাউন’–এ প্রিন্সেস ডায়ানার চরিত্রে নেওয়া হলো, বিস্তর সমালোচনা হয়েছিল। তবে সিরিজটি মুক্তির পর সবার মুখ বন্ধ হয়ে যায়, দুর্দান্ত অভিনয় দিয়ে দর্শক-সমালোচকদের মন জয় করেন তিনি। সেই এমাকে এবার দেখা গেল মার্ভেল সিনেমার খল চরিত্রে।

এমা করিন পরিচিত তাঁর বৈচিত্র্যময় চরিত্র বাছাইয়ের জন্য। ‘দ্য ক্রাউন’-এর প্রিন্সেস ডায়ানা চরিত্রে অভিনয়ের জন্য তিনি গোল্ডেন গ্লোবে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছিলেন। তাঁকে আবার দেখা দেখা যায় ‘লেডি চ্যাটার্জির লাভার’-এ, যে সিনেমায় পুরোপুরি নগ্ন হয়ে চমকে দিয়েছিলেন দর্শকদের।

‘দ্য ক্রাউন’–এ এমা করিন। আইএমডিবি

২০২২ সালে করেন নিরীক্ষার্ধমী রোমান্টিক ড্রামা সিনেমা ‘মাই পুলিশম্যান’। গত বছর আবার তিনি আলোচনায় আসেন হুলুর মিনি সিরিজ ‘আ মার্ডার অ্যাট দ্য এন্ড অব দ্য ওয়ার্ল্ড’ দিয়ে। সাইকোলজিক্যাল মিস্ট্রি থ্রিলারটিতে নবিশ এক গোয়েন্দার চরিত্রে অভিনয় করেন তিনি। যে এমা চরিত্র নিয়ে বরাবরই খুঁতখুঁতে,  তাকেই কিনা এবার দেখা গেল পুরোপুরি বাণিজ্যিক ধারার সিনেমা ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’-এ।

মার্ভেলের এই সিনেমায় খল চরিত্রে অভিনয় করেছেন তিনি। শন লেভি পরিচালিত সিনেমাটির ‘ক্যাসেন্দ্রা নোভা’ চরিত্রে ন্যাড়া মাথায় ভিন্ন লুকে হাজির হয়েছেন এমা। এ প্রসঙ্গে ভোগ সাময়িকীতে দেওয়া সাক্ষাৎকারে ২৮ বছর বয়সী অভিনেত্রী জানান, মার্ভেল সিনেমায় অভিনয়ে পুরো প্রক্রিয়া দারুণভাবে উপভোগ করেছেন তিনি।

‘ডেডপুল অ্যান্ড উলভারিন’-এ এমা করিন। এক্স থেকে

পিপলডটকমে দেওয়া আরেকটি সাক্ষাৎকারে তিনি জানান, ‘ক্যাসেন্দ্রা নোভা’ চরিত্রে অভিনয়ের জন্য ‘ইনগ্লোরিয়াস বাস্টার্ডস’ ও ‘চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি’ থেকে প্রেরণা নিয়েছেন তিনি। উদাহরণ দিয়ে এমা বলেন, ‘উইলি ওনকা চরিত্রটি যদিও খলনায়কের নয়, তবে এটা আমাকে নানাভাবে অনুপ্রাণিত করেছে। লেভি (নির্মাতা শন লেভি) ও রায়ান (অভিনেতা রায়ান রেনল্ডস) আমাকে চরিত্রটি নিয়ে বলে। তারা বলেছিল “ক্যাসেন্দ্রা নোভা” চরিত্রটি অননুমেয়, মার্ভেলের অন্য খল চরিত্রের মতো নয়।’

মার্ভেলের সিনেমায় অভিনয়ের আগে অনেক তারকা নানা ধরনের প্রস্তুতি মধ্য দিয়ে গেছেন। তবে এমা জানান, তাঁর প্রস্তুতির পুরোটাই ছিল মানসিক।

‘ডেডপুল অ্যান্ড উলভারিন’-এর প্রচারে এমা করিন। রয়টার্স

তাঁর ভাষ্যে, ‘আমি তো ভেবেছিলাম অনেক কিছু হয়তো করতে হবে, ব্যক্তিগত ট্রেনার নিয়ে তৈরিও ছিলাম। কিন্তু মার্ভেল স্টুডিও থেকে বলা হয়, আমার চরিত্রের জন্য শারীরিক পরিবর্তনের প্রয়োজন নেই, আমি যেমন আছি তেমনই চলবে।’

আরও পড়ুন

টিভি সিরিজ, সিনেমা ছাড়াও নিয়মিত মঞ্চনাটকেও অভিনয় করেন এমা করিন। এর আগে নির্মাতা শন লেভি এম্পায়ার সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে জানান, ‘অরল্যান্ডো’ নাটকে এমার অভিনয় দেখার পরই মার্ভেল সিনেমার জন্য অভিনেত্রীকে ভেবে রেখেছিলেন।