পোপকে নিয়ে নির্মিত ছবিটির দর্শক বেড়েছে ২৮৩%
পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর তাঁকে নিয়ে নির্মিত আলোচিত চলচ্চিত্র ‘কনক্লেভ’ দেখতে হুমড়ি খেয়ে পড়ছেন দর্শকেরা। সিনেমাটি অ্যামাজন প্রাইম ভিডিওসহ বেশ কয়েকটি প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে।
গত সোমবার মারা গেছেন পোপ ফ্রান্সিস। মৃত্যুর পরপরই ছবিটির দর্শকসংখ্যা হু হু করে বেড়েছে।
স্ট্রিমিং কনটেন্ট পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান লুমিনেট জানিয়েছে, পোপের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ছবিটির ভিউয়ারশিপ (দর্শকসংখ্যা) সোমবারে ২৮৩% বেড়ে যায়। ২০ এপ্রিল সিনেমাটি দেখা হয়েছিল প্রায় ১.৮ মিলিয়ন মিনিট; আর ২১ এপ্রিল দিনশেষে এই সংখ্যা দাঁড়ায় ৬.৯ মিলিয়ন মিনিটে।
ছবিটি গত বছরের ২৯ নভেম্বর মুক্তি পেয়েছিল। এ বছর অস্কারে আটটি শাখায় মনোনয়ন পেয়ে নজর কেড়েছিল ‘কনক্লেভ’।
রোমান ক্যাথলিক চার্চের এক পোপের মৃত্যুর পর নতুন পোপ নির্বাচনপ্রক্রিয়াকে কেন্দ্র করে ছবিটি নির্মাণ করেছেন এডওয়ার্ড বার্গার।
রবার্ট হ্যারিসের বিখ্যাত উপন্যাস ‘কনক্লেভ’ অবলম্বনে তৈরি ছবিটি একটি শাখায় অস্কার পেয়েছে। এই রাজনৈতিক থ্রিলারে অভিনয় করেছেন রেফ ফাইঞ্জ, স্ট্যানলি টুচি, জন লিথগো প্রমুখ।
এর বাইরে পোপ ফ্রান্সিসকে নিয়ে ‘পোপ ফ্রান্সিস: আ ম্যান অব হিজ ওয়ার্ড’, ‘দ্য টু পোপস’, ‘কল মি ফ্রান্সিস’সহ বেশ কয়েকটি চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র নির্মিত হয়েছে।
কোথাও পোপ ফ্রান্সিস সরাসরি দর্শকের সামনে এসেছেন, কোথাও তাঁর চরিত্রে অভিনয় করেছেন অভিনেতারা।