স্ত্রী অন্তঃসত্ত্বা, অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি
প্রয়াত অভিনেতা ওম পুরির ব্যক্তিগত জীবনের নানা ঘটনা নিয়ে এখনো চর্চা হয়। এবার প্রকাশ্যে এল অভিনেতার বৈবাহিক জীবনের অজানা কথা। ওম পুরির প্রথম স্ত্রী সীমা কাপুর সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁদের বৈবাহিক জীবনের জটিল অধ্যায় তুলে ধরেছেন।
সিদ্ধার্থ কাননানের ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে সীমা জানান, তাঁর গর্ভাবস্থার মধ্যেই অন্য এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ওম। স্বামীর বিশ্বাসঘাতকতা আর সহ্য করতে না পেরে সংসার ছেড়ে বেরিয়ে যান তিনি। কিন্তু তাঁদের অনাগত সন্তানেরও মৃত্যু হয়। জানা যায়, ওম পুরির সঙ্গে তাঁর জীবনে সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু ‘সিটি অব জয়’ ছবির শুটিং চলাকালীন নন্দিতা পুরির সঙ্গে সম্পর্কে জড়ান ওম।
সীমা আরও জানান, তিনি যখন দিল্লিতে ছিলেন, তখন একদিন ফোনে ওম স্বীকার করেন যে তিনি অন্য এক নারীকে ভালোবাসেন।
সীমা বলেন, ‘তখন অন্তঃসত্ত্বা ছিলাম। মন ভেঙে গিয়েছিল। এরপর আমাকে ডিভোর্সের কাগজপত্র পাঠিয়ে দেয়। সেই চাপের কারণে মাত্র পাঁচ-ছয় মাসের গর্ভাবস্থায় আমার সন্তানকে হারিয়েছিলাম। আমার দুঃখ এত দিন কারোর সঙ্গে ভাগ করে নিইনি। এমনকি বাবা-মায়ের কাছেও কখনো মনের অবস্থা প্রকাশ্যে আনিনি। সারা জীবন অপেক্ষা করেছি, একদিন ক্ষমা চাইবে ওম। কিন্তু বেঁচে থাকতে কোনো দিন আমার কাছে মাথা নত করেনি ওম।’
সীমার সঙ্গে বিচ্ছেদের পর ১৯৯৩ সালে সাংবাদিক নন্দিতাকে বিয়ে করেন ওম পুরি। এই সংসারে একটি পুত্রসন্তান আছে তাদের। ২০১৭ সালে মৃত্যু হয় এই অভিনেতার।