কীভাবে সুন্দরীর তালিকা? দেখে নিন বিশ্বের সেরা ১০ সুন্দরীকে

একজন নারী কতটা সুন্দরী, সেটা ‘গোল্ডেন রেশিও অব বিউটি’–এর মাধ্যমে পরিমাপ করা হয়। এটি প্রাচীন গ্রিক গণিত অনুসারে সৌন্দর্য বিচারের একটি পদ্ধতি। এই পদ্ধতি অনুসরণ করে যুক্তরাজ্যের ফেমাস হার্লে স্ট্রিটের কসমেটিক সার্জন জুলিয়ান ডি সিলভা ঘোষণা করলেন বিশ্বের সবচেয়ে সুন্দর ১০ নারীর তালিকা। এই তালিকায় জায়গা করে নিয়েছেন এক বলিউড অভিনেত্রীও। দেখে নেওয়া যাক বিশ্বের সেরা ১০ সুন্দরী নারীকে।
১ / ১০
তালিকায় শীর্ষে অবস্থান করছেন ২৯ বছর বয়সী ব্রিটিশ অভিনেত্রী জোডি কোমার। গোল্ডেন রেশিও অনুযায়ী এই অভিনেত্রীর চেহারা ৯৪.৫২ শতাংশ নিখুঁত
ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত
২ / ১০
গোল্ডেন রেশিও অনুযায়ী ৯৪.৩৭ শতাংশ নিখুঁত চেহারা নিয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মার্কিন অভিনেত্রী জেন্ডায়া
ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত
৩ / ১০
এর আগে ২০১৯ সালে মার্কিন মডেল বেলা হাদিদ ৯৪.৩৫ শতাংশ নিখুঁত চেহারা নিয়ে এ তালিকার শীর্ষে থাকলেও এবার তিনি রয়েছেন তৃতীয় স্থানে। তাঁর বয়স মাত্র ২৬
ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত
৪ / ১০
৪১ বছর বয়সী মার্কিন সংগীতশিল্পী বিয়ন্সে চার নম্বরে অবস্থান করছেন। তাঁর চেহারা ৯২.৪৪ শতাংশ নিখুঁত
ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত
৫ / ১০
তালিকায় পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছেন আরিয়ানা গ্রান্ডে। ২৯ বছর বয়সী এই মার্কিন গায়িকা-অভিনেত্রীর চেহারা ৯১.৮১ শতাংশ নিখুঁত
ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত
৬ / ১০
টেইলর সুইফট একাধারে গায়ক-গীতিকার, রেকর্ড প্রযোজক ও অভিনেত্রী। ৩২ বছর বয়সী এই তারকা ৯১.৬৪ শতাংশ নিখুঁত চেহারা নিয়ে ষষ্ঠ অবস্থান
ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত
৭ / ১০
সপ্তম স্থানে রয়েছেন ৩২ বছর বয়সী ব্রিটিশ মডেল জর্ডান ডান। ৯১.৩৯ শতাংশ নিখুঁত চেহারার অধিকারী তিনি
ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত
৮ / ১০
মার্কিন অভিনেত্রী কিম কার্ডাশিয়ান এই তালিকার অষ্টম স্থানে আছেন। ৪১ বছর বয়সী কিমের চেহারা ৯১.২৮ শতাংশ নিখুঁত
ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত
৯ / ১০
৯১. ২২ শতাংশ নিখুঁত চেহারা নিয়ে তালিকার নবম স্থানে রয়েছে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এই তালিকায় তিনিই একমাত্র ভারতীয় নারী। তাঁর বয়স ৩৬ বছর
ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত
১০ / ১০
এই তালিকার সর্বশেষ দশম স্থানে রয়েছেন দক্ষিণ কোরিয়ার মডেল ও অভিনেত্রী জাং হো-ইয়ন। ২৮ বছর বয়সী এই অভিনেত্রীর চেহারা ৮৯.৬৩ শতাংশ নিখুঁত
ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত