২৫ বছর বয়সে ‘ইউফোরিয়া’ অভিনেতার মৃত্যু
এইচবিও–র ‘ইউফোরিয়া’ সিরিজে অভিনয় করে পরিচিতি পাওয়া যুক্তরাষ্ট্রের তরুণ অভিনেতা অ্যাংগাস ক্লাউড মারা গেছেন। গতকাল সোমবার কালিফোর্নিয়ার অকল্যান্ডের বাসায় ২৫ বছর বয়সী এ অভিনেতার মৃত্যু হয়েছে। খবর বিবিসির
এক বিবৃতিতে ক্লাউডের পরিবার জানিয়েছে, সম্প্রতি বাবাকে হারানোর পর মানসিকভাবে ভেঙে পড়েন অ্যাংগাস ক্লাউড, ‘বাবার প্রিয় বন্ধু ছিলেন অ্যাংগাস, মৃত্যুর মধ্য দিয়ে তাঁদের পুনর্মিলন ঘটল।’
সপ্তাহদুয়েক আগে বাবার একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে ক্লাউড লিখেছিলেন, ‘বাবা, তোমাকে মিস করছি।’ ক্লাউডের মৃত্যুর কারণ এখনো জানানো হয়নি, তবে ক্লাউডের পরিবারের এক ঘনিষ্ঠজন এন্টারটেইনমেন্ট টুডেকে জানান, বাবার মৃত্যুর পর থেকে আত্মহননের চিন্তা করছিলেন ক্লাউড।
২০১৯ সালে ‘ইউফোরিয়া’ সিরিজ দিয়ে অভিনয়ে নাম লেখান ক্লাউড, এতে ফেজ নামে একজন মাদক কারবারি চরিত্রে অভিনয় করে আলোচিত হন ক্লাউড। সিরিজের প্রথম ও দ্বিতীয় মৌসুমে পাওয়া গেছে ক্লাউডকে, তৃতীয় মৌসুমের দৃশ্য ধারণ এখনো শুরু হয়নি।
তাঁর মৃত্যুতে শোক জানিয়ে এক বিবৃতিতে এইচবিও লিখেছে, ‘তিনি একজন মেধাবী অভিনেতা ছিলেন। তিনি এইচবিও ও ইউফোরিয়া পরিবারের কাছে খুব প্রিয় একজন ছিলেন।’ পরে ‘নর্থ হলিউড’ ও ‘দ্য লাইন’ নামে দুটি সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন ক্লাউড।