‘টাইটানিক’কে ছাড়িয়ে ‘টপ গান’, শীর্ষে যেতে বাধা কোন ৬ সিনেমা

মুক্তির পর থেকে একের পর এক বাজিমাত করছে ‘টপ গান: ম্যাভেরিক’। প্রথম সপ্তাকে রেকর্ড পরিমাণ আয়। পরে ঢুকে পড়ল বিলিয়ন ডলার আয়ের তালিকায়। এবার সিনেমাটি নতুন রেকর্ড গড়ল। বিশ্বের সিনেমাপ্রেমীদের কাছে পরিচিত ব্লকবাস্টার ‘টাইটানিক’ সিনেমাকে পেছনে ফেলেছে ‘টপ গান’। ডমেস্টিক আয়ে এসেছে এই সাফল্য। তবে শীর্ষে যেতে হলে ‘টপ গান’-এর সামনে এখনো বাধা ৬টি সিনেমা। ছবিতে একনজরে দেখে নিতে পারেন।
১ / ৮
ডমেস্টিক বা যুক্তরাষ্ট্রের মধ্যেই সিনেমাটি আয়ে শীর্ষ ৮-এ রয়েছে ‘টাইটানিক’। ১৯৯৭ সালে সিনেমাটি মুক্তি পায়। সিনেমাটির আয় ৬৫০ মিলিয়ন ডলার। ছবি: সংগৃহীত
২ / ৮
সম্প্রতি ‘টাইটানিক’কে ছাড়িয়ে গেল ‘টপ গান: ম্যাভেরিক’। টম ক্রুজ অভিনীত সিনেমাটির এখন ডমেস্টিক আয়ে শীর্ষ ৭-এ অবস্থান করছে। সিনেমাটির আয় ৬৬২ মিলিয়ন ডলার। ২০২২ সালে সিনেমাটি মুক্তি পায়। ছবি: সংগৃহীত
৩ / ৮
৬৭৮ মিলিয়ন ডলার আয় করে করে ‘অ্যাভেঞ্জার: ইনফিনিটি ওয়ার’ ৬ নম্বরে রয়েছে। ২০১৮ সালে সিনেমাটি মুক্তি পায়। ছবি: সংগৃহীত
৪ / ৮
৪. ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘ব্ল্যাক প্যান্থার’ সিনেমাটি ডমেস্টিক আয় ৭০০ মিলিয়ন ডলার। সিনেমাটি ৫ নম্বরে রয়েছে। ছবি: সংগৃহীত
আলোচিত সিনেমা ‘অ্যাভাটার’ মুক্তি পায় ২০০৯ সালে। সিনেমাটির ডোমেস্টিক আয় ৭৬০ মিলিয়ন ডলার। সেরা আয়ে হলিউডের সিনেমা মধ্যে শীর্ষ ৪ নম্বরে রয়েছে। ছবি: সংগৃহীত
৫ / ৮
আলোচিত সিনেমা ‘অ্যাভাটার’ মুক্তি পায় ২০০৯ সালে। সিনেমাটির ডোমেস্টিক আয় ৭৬০ মিলিয়ন ডলার। সেরা আয়ে হলিউডের সিনেমা মধ্যে শীর্ষ ৪ নম্বরে রয়েছে। ছবি: সংগৃহীত
৬ / ৮
করোনার মধ্যে গত বছর মুক্তি পায় ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ সিনেমাটি। পরে নতুন রেকর্ড করে। সিনেমাটির ডমেস্টিক আয় ৮০৪ মিলিয়ন ডলার। সিনেমাটি শীর্ষ ৩ নম্বরে রয়েছে। ছবি: সংগৃহীত
৭ / ৮
৮৫৮ মিলিয়ন ডলার আয় নিয়ে এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘অ্যাভেঞ্জার: এন্ড গেম’। ২০১৯ সালে সিনেমাটি মুক্তি পায়। ছবি: সংগৃহীত
৮ / ৮
২০১৫ সালে মুক্তি পাওয়া ‘স্টার ওয়ারস এপি-৭: দ্য ফোর্স অ্যায়োকেনস’ ডমেস্টিক আয়ে বিলিয়ন ডলারের কাছাকাছি রয়েছে। সিনেমাটি ডমেস্টিক আয় ৯৩৬ মিলিয়ন ডলার। ২০১৫ সালে সিনেমাটি মুক্তি পায়। ছবি: সংগৃহীত